Advertisement

Babar Azam, Virat Kohli: আর মাত্র ৯৮ রান, কোহলির রেকর্ড ভাঙতে পারেন পাকিস্তানের বাবর

এই রেকর্ড এখনও ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির নামে, যিনি অধিনায়ক হিসেবে ১৭টি ওয়ানডে ইনিংসে হাজার রান করেছিলেন। ২০১৭ সালে কোহলি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর তিনি ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (AB De Villiers) রেকর্ড। যদিও বাবর আজম এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে মাত্র ১২টি ইনিংস খেলেছেন, যেখানে তিনি ৯০২ রান করে ফেলেছেন। তাই তাঁর হাতে এখনও ৪ ইনিংস পর্যন্ত সুযোগ রয়েছে।

বিরাট কোহলি ও বাবর আজম বিরাট কোহলি ও বাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jun 2022,
  • अपडेटेड 10:00 AM IST
  • ১৭ ইনিংসে এক হাজার ওয়ানডে রান ছিল অধিনায়ক কোহলির
  • বাবর আজম এখন পর্যন্ত ১২ ইনিংসে ৯০২ রান করেছেন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজ খেলতে হবে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket Team) দলকে। তিনটি ম্যাচই হবে মুলতানে। সিরিজের প্রথম ম্যাচটি হবে ৮ জুন। নতুন অধিনায়ক নিকোলাস পুরানের নেতৃত্বে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এই সিরিজে বাবর আজমের (Babar Azam) নিশানায় থাকবে বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড। আসলে, বাবর আজম আর ৯৮ রান করতে পারলেই, অধিনায়ক হিসাবে, দ্রুততম এক হাজার ওয়ানডে রানের বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন। সেক্ষেত্রে বিরাট কোহলির রেকর্ড ভেঙে যাবে। 

২০১৭ সালে কোহলি রেকর্ড গড়েছিলেন
 
এই রেকর্ড এখনও ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির নামে, যিনি অধিনায়ক হিসেবে ১৭টি ওয়ানডে ইনিংসে হাজার রান করেছিলেন। ২০১৭ সালে কোহলি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর তিনি ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (AB De Villiers) রেকর্ড। যদিও বাবর আজম এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে মাত্র ১২টি ইনিংস খেলেছেন, যেখানে তিনি ৯০২ রান করে ফেলেছেন। তাই তাঁর হাতে এখনও ৪ ইনিংস পর্যন্ত সুযোগ রয়েছে।

দ্রুততম এক হাজার ওয়ানডে রান করা অধিনায়ক

আরও পড়ুন

বিরাট কোহলি (ভারত) - ১৭ একদিনের ইনিংসে (২০১৭)
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) - ১৮ একদিনের ইনিংসে (২০১৩)
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ২০ একদিনের ইনিংসে (২০১৬)
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) - ২১ একদিনের ইনিংসে (২০১২)
সৌরভ গাঙ্গুলি (ভারত) - ২২ একদিনের ইনিংসে (২০০০)

ওয়েস্ট ইন্ডিজ ৩১ বছর ধরে পাকিস্তানে ওয়ানডে সিরিজ জিততে পারেনি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এবার তাদের নতুন অধিনায়ক নিকোলাস পুরানের নেতৃত্বে পাকিস্তানে পৌঁছেছে। এখানে পুরান তাঁর অধিনায়কত্বে সিরিজ জিতে ইতিহাস গড়তে চাইবেন। প্রকৃতপক্ষে, ওয়েস্ট ইন্ডিজ ৩১ বছরে পাকিস্তানে ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তাই পুরান এবার সিরিজ জিততে পারলে সেটা হবে ঐতিহাসিক জয়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement