দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচে জয় পেতে বেশ কষ্ট করতে হল বাংলাদেশকে (Bangladesh)। তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে ভর করেই মাত্র ৯ রানে জিতল বেঙ্গল টাইগাররা। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তাসকিন। টসে হারের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ।
শুরুতে দুই ওপেনার ভালই শুরু করেন। নাজমুল হোসেন ও সৌম্য সরকার ওপেনিং পার্টনারশিপে ৪৩ রান তুলে দেন। সৌম্য সরকার (১৪) আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। পরপর আউট হয়ে যান নাজমুল, লিটন দাস, শাকিব আল হাসানরা। মাত্র ২০ রানেই চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে ভরসা দেন আফিফ হোসেন। ৩৮ রান করেন তিনি।
তবে জুটি গড়ে তুলতে পারেননি আফিফ। একেবারে শেষ দিকে নুরুল হাসান ১৩ রান ও মসাদ্দেক হোসেন ২০ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বাস দ্য লিড ও পল ফান মিকেরেন দু'টি করে উইকেট তুলে নেন।
বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম দুই বলেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নেন তাসকিন। দ্য লিড ও বিক্রমজিৎ সিং-এর উইকেট তুলে নেন তিনি। দুই জনেই ০ রানে আউট হন। তবে হ্যাটট্রিক করতে পারেননি তিনি। দুই উইকেট হারানোর পর কলিন অ্যাকারম্যান ও স্কট এডওয়র্ডাস কিছুটা লড়াই করেন। ১৬ রান করে ফেরেন স্কট। এরপর ফান মিরেকেন দলের হাল ধরেন। ১৪ বলে ২৪ রানে অপরাজিত থাকেন মিরেকেন। তবুও শেষ রক্ষা হয়নি। ৯ রানে হারতে হয় নেদারল্যান্ডসকে।
রবিবার ভারতের জয়ের পর বাংলাদেশও সোমাবার তাদের প্রথম ম্যাচে জয় পেল। তবুও এই দল নিয়ে নানা শঙ্কা থাকছেই। মিডল অর্ডার ফর্মে ফিরতে না পারলে সমস্যা বাড়বে।