Advertisement

BPL 2024: বাংলাদেশের কাঙাল দশা! BPL-এর ক্রিকেটারদের পেমেন্টই দিতে পারছে না, দল তুলল ৩ ফ্র্যাঞ্চাইজি

গত মরসুমের টাকা এখনও পাননি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) খেলা ক্রিকেটাররা। এ মরসুমের প্রস্তুতি যখন শুরু হয়েছে তখনই সামনে এল এই তথ্য। বাংলাদেশী নয়, মূলত বিদেশি ক্রিকেটাররাই টাকা পাননি বলে অভিযোগ। সেই বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বিপিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (WCA)।

BPL
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2024,
  • अपडेटेड 11:49 AM IST

গত মরসুমের টাকা এখনও পাননি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) খেলা ক্রিকেটাররা। এ মরসুমের প্রস্তুতি যখন শুরু হয়েছে তখনই সামনে এল এই তথ্য। বাংলাদেশী নয়, মূলত বিদেশি ক্রিকেটাররাই টাকা পাননি বলে অভিযোগ। সেই বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বিপিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (WCA)।

বিশ্বব্যাপী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাঁরা আবার বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠিও পাঠিয়েছে বকেয়া টাকা দ্রুত ফেরৎ দেওয়ার আবেদন জানিয়ে। তাদের দাবি সংস্থার কাছে এমন প্রচুর অভিযোগ এসেছে। ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়, ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাট বলেন, ‘বিপিএলের গত আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারে প্রচুর অভিযোগ এসেছে আমাদের কাছে। তবে এর বেশিরভাগই এখনো মিমাংসা হয়নি।'


এই ঘটনাকে যথেষ্ট হতাশার বলেও দাবি ক্রিকেরারদের এই সংস্থার। পাশাপাশি তারা অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে। টম বলেন, ' আমাদের খেলায় এটা দীর্ঘদিনের বড় সমস্যা। এই ধরনের সমস্যার অভিযোগ এখনো সামনে আসছে যা হতাশার। শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এ সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছি। বলছি, তারা যেন খেলোয়াড়দের প্রাপ্য অর্থ দ্রুত পরিশোধের নিশ্চয়তা দেন।'


ইতিমধ্যেই গত মরসুমে খেলা অন্তত ১৫ জন ক্রিকেটার টাকা না পাওয়া নিয়ে অভিযোগ করেছেন। বকেয়া টাকার পরিমাণ প্রায় আড়াই লাখ মার্কিন ডলার। গতবার খেললেও এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। তাদের পরিবর্তে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর দেখা মিলবে এবার। এছাড়া ১১ বছর পর দল গড়েছে চিটাগং কিংস।


বিপিএলের গভর্নিং কাউন্সিলের সচিব নাজমূল আবেদীন ফাহিম যদিও আশ্বাস দিয়েছেন, বকেয়া টাকা নিয়ে যে সমস্যা চলছে তা সমাধানের প্রক্রিয়া চলছে। ফাহিম বলেন, ‘সেই সমস্যাটি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী বিষয়টি দেখছেন এবং তিনিই সঠিক উত্তর দিতে পারবেন এ ব্যাপারে। তবে ডব্লিউসিএ’র চিঠির বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।’

Advertisement


এই ঘটনায় মুখ খুলেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, '‘তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে তিনজন ক্রিকেটার আছেন যারা এখনো পারিশ্রমিক পাননি। তবে আমরা আশা করছি, দ্রুতই নিজেদের পারিশ্রমিক পাবেন তারা।’

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement