Advertisement

T20 World Cup Champion Team India: রোহিতরা ফিরলেই উত্‍সব, সেলিব্রেশনের বিশাল প্ল্যান BCCI-র, কী কী হবে?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ী ভারতীয় দল (Team India) বৃহস্পতিবার ভোর ছ'টায় পৌঁছে যাবে দিল্লিতে। রোহিত শর্মাদের (Rohit Sharma) দেশে ফেরার অপেক্ষায় ক্রিকেট ফ্যানরা। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সেলিব্রেশনের প্রস্তুতি। তবে তার আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবেন ভারতীয় দলের ক্রিকেটাররা (Indian Cricket Team) ।

টিম ইন্ডিয়া (ছবি- জয় শাহের ট্যুইটার)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2024,
  • अपडेटेड 5:56 PM IST

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ী ভারতীয় দল (Team India) বৃহস্পতিবার ভোর ছ'টায় পৌঁছে যাবে দিল্লিতে। রোহিত শর্মাদের (Rohit Sharma) দেশে ফেরার অপেক্ষায় ক্রিকেট ফ্যানরা। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সেলিব্রেশনের প্রস্তুতি। তবে তার আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবেন ভারতীয় দলের ক্রিকেটাররা (Indian Cricket Team) ।

বিশেষ প্লেনে ভারতে আসছে দল
ঝড়ের জেরে বার্বাডোসে আটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এর ফলে রোহিতদের দেশে ফিরতে দেরি হয়েছে। ২৯ জুন বার্বাডোসে টি-টোয়েন্টি কাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৭ রানে পরাজিত হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের ফ্লাইট দিল্লি পৌঁছাবে সকাল ৬টায়। ভারতীয় দলকে দেশে ফিরিয়ে আনতে বার্বাডোসে পৌঁছেছে বিশেষ বিমান। এয়ার ইন্ডিয়ার এই বিশেষ চার্টার বিমানটির নাম AIC24 WC (Air India Champions 24 World Cup)। এটি ভারতীয় দল, এর সাপোর্ট স্টাফ, খেলোয়াড়দের পরিবার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তা এবং ভারতীয় মিডিয়ার সদস্যদেরও ফিরিয়ে আনছে, যারা হ্যাঁরিকেন বেরিলের কারণে বার্বাডোসে আটকা পড়েছিলেন। এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল বিসিসিআই (BCCI)। 

সেলিব্রেশনের কী কী প্ল্যান রয়েছে?
রোহিতরা দিল্লিতে নামার পর, প্রথমে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সকাল সাড়ে ন'টা নাগাদ সেখান থেকে বেরিয়ে মুম্বই উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখান থেকে মেরিন ড্রাইভে যাবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। ওপেন বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাশে ১ কিলোমিটার রাস্তা ঘুরবে ভারতীয় দল। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা বিসিসিআই সচিব জয় শাহের হাতে টি২০ বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন। এরপর সন্ধ্যায় দলের সদস্যরা যে যার বাড়ি চলে যাবেন।  

 

Advertisement

১৩ বছর পর বিশ্বকাপ জিতেছে ভারত
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, ভারতীয় দল ইতিহাস তৈরি গড়েছিল। ২০০৭ সালের পর দ্বিতীয়বারের এই ফর্ম্যাটের শিরোপা জিতেছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানে জিতেছিল ভারত। এ ছাড়াও ওয়ানডে ফরম্যাটে ১৯৮৩ এবং ২০১১ বিশ্বকাপ জিতেছে। এই বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement