Advertisement

Team India For South Africa Tour: দঃ আফ্রিকা সফরে ক্যাপ্টেন রোহিত? আজ স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সফরের দল ঘোষণা হতে পারে আজ (৩০ নভেম্বর)। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব কে দেবেন তার উপর নজর থাকবে। একদিনের বিশ্বকাপের পর এবার ২০২৪-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আর মাত্র আটটি ম্যাচ বাকি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

রোহিত শর্মা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Nov 2023,
  • अपडेटेड 10:56 AM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সফরের দল ঘোষণা হতে পারে আজ (৩০ নভেম্বর)। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব কে দেবেন তার উপর নজর থাকবে। একদিনের বিশ্বকাপের পর এবার ২০২৪-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আর মাত্র আটটি ম্যাচ বাকি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিন ফরম্যাটের জন্য দল ঘোষণার আগে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে রাজি করার চেষ্টা করবেন বিসিসিআই শীর্ষ কর্তারা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আর এই ফরম্যাটে খেলেননি রোহিত। বিসিসিআই সচিব জয় শাহ দিল্লিতে প্রধান নির্বাচক অজিত আগরকারের সাথে দেখা করবেন। যেখানে তিন ফরম্যাটের দল ছাড়াও আগামী বছর অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আগামী এক মাস তিনি ফিরতে পারবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে। তবে এবার এই দায়িত্ব রোহিতের হাতে তুলে দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'হার্দিকের ফিরে এলে কী হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে, বিসিসিআই মনে করে যে রোহিত যদি টি-টোয়েন্টির দায়িত্ব নিতে রাজি হয়ে যাবেন। তিনি পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন। রোহিত রাজি না হলে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেবেন সূর্যকুমার।'

কেএল রাহুল ও শ্রেয়স কি টেস্টে ফিরবেন?
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দলে কি ফিরবেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার? এমনটা হলে বাদ পড়তে পারেন অজিঙ্কা রাহানে। ফেরার সম্ভাবনা কম চেতেশ্বর পূজারারও। তবে কেএল রাহুল যদি টেস্টেও উইকেটরক্ষকের দায়িত্ব নেন, তাহলে জায়গা করে নিতে পারেন অজিঙ্কা রাহানে।

Advertisement

মিডিয়া রিপোর্ট অনুসারে, জাসপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী। তিনি এলে, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে ফাস্ট বোলিং বিভাগের দায়িত্ব নেবেন। মুকেশ কুমারকে রিজার্ভ ফাস্ট বোলার হিসেবে রাখা যেতে পারে। বিদেশের মাটিতে প্রথম পছন্দের স্পিনার হতে পারেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবকে বেছে নেওয়া হবে। উইকেটরক্ষক কেএস ভরতের ব্যাটিং চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রাহুল উইকেটকিপিং করলে তিনি বাদ যেতে পারেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement