Advertisement

Wriddhiman Saha and Boria Majumdar: ঋদ্ধিমানকে হুমকি, সাংবাদিককে দু'বছরের জন্য ব্যান করল বোর্ড

Wriddhiman Saha and Boria Majumdar: বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী আগামী দুই বছর তিনি কোনো খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। বিসিসিআই-এর সঙ্গে যুক্ত কোনো ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্লাবের সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকবে না।  

ঋধিমান সাহা ও বোরিয়া মজুমদার ঋধিমান সাহা ও বোরিয়া মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2022,
  • अपडेटेड 5:52 PM IST
  • ২ বছরের জন্য নির্বাসিত বোরিয়া
  • শাস্তি দল বোর্ড

ভারতের উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হুমকি দেওয়ায় দুই বছরের জন্য নির্বাসিত হলেন সাংবাদিক বোরিয়া মজুমদার (Boria Majumdar)। বিসিসিআই (BCCI) বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন ঋদ্ধিমান। এর পরে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) হুমকি বিতর্কে তিন সদস্যের কমিটি তৈরি করেছিল বিসিসিআই। আর সেই তদন্তের পরেই এমন সিদ্ধান্তের কথা জানয়ে দিল বোর্ড।

বুধবার, বিসিসিআই সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য ক্লাবকে চিঠি লিখে জানানো হয়েছে যে বোরিয়া মজুমদারকে ভারতের সমস্ত ক্রিকেট ইভেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর মানে বোরিয়া মজুমদার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া কোনো ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ কভার করতে পারবেন না। তিনি কোনো সংবাদ সম্মেলনেও অংশ নিতে পারবেন না। 

বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী আগামী দুই বছর তিনি কোনো খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। বিসিসিআই-এর সঙ্গে যুক্ত কোনো ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্লাবের সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক থাকবে না।

আরও পড়ুন

ঋদ্ধিমান সাহা কিছুদিন আগে টুইট করে কিছু স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে তিনি একজন সাংবাদিকের দুর্ব্যবহারের শিকার হয়েছেন। ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে নামে বিসিসিআই। জিজ্ঞাসাবাদ করা হয় ঋদ্ধিকে। প্রথমে সেই সাংবাদিকের নাম বলতে চাননি ভারতীয় দলের এই ক্রিকেটার। তবে পরে তদন্ত কমিটির কাছে গোটা ঘটনা খুলে বলেন। এরপর বুধবার সিদ্ধান্তের কথা জানাল বোর্ড। 

এদিকে বোরিয়া মজুমদারও তাঁর ব্যাখ্যা পেশ করে সব অভিযোগ অস্বীকার করে ছিলেন। তবে তাতেও ছাড় পেলেন না সাংবাদিক বোরিয়া। বড় শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

 

 

 

Read more!
Advertisement
Advertisement