কোপা আমেরিকার ফাইনালে ইতিমধ্যেই উঠে গিয়েছে তিতের দল ব্রাজিল। প্রতিপক্ষ পেরুকে ১-০ গোলে শেষ চারের ম্যাচে পরাস্ত করে কোপার ফাইনালে নেইমারের দেশ। এবার কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার সকালে মাঠে নামছেন লিওনেল মেসিরা। কলম্বিয়ার বিরুদ্ধে এই ম্যাচে মেসিরা বাজিমাত করতে পারলেই ফের একবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে সাম্বা ব্রিগেডের।। এমনটা ঘটলে এই নিয়ে কোপার ফাইনালে দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই দেশ।
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হলে ফের একবার ঐতিহাসিক লড়াই হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। ১০৭ বছরের পুরনো এই লড়াই। যেমন বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডো দ্বৈরথ ঠিক তেমনই আর্জেন্টিনা ও ব্রাজিলের এই লড়াই অন্যতম একটি আকর্ষণের জায়গা ফুটবল প্রেমীদের জন্য। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় ভারতের ফুটবল অনরাগীরা এই দুই দলের লড়াই সামিল হন। অসংখ্য ফুটবল অনুরাগীরা এই ম্যাচের জন্য মুখিয়ে থাকেন।
এই লড়াই শুরু হয়েছিল ১৯১৪ সালে ২০ সেপ্টেম্বর। সেখান থেকে ফুটবলের এই জনপ্রিয় দ্বৈরথ এখনও পর্যন্ত চলে আসছে বিশ্ব দরবারে।
১৯৪০ সালে বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা দল। ব্রাজিলকে ৬-১ গোলে হারায় তারা। তারপর ১৯৪৫ সালে আর্জেন্টিনাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। এই নিয়ে কোপা আমেরিকার ফাইনালে মাত্র একবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এই বছর ফের একবার কোপার ফাইনালে মুখোমুখি হতে পারেন পেলে-মারাদোনার দেশ।
এখনও পর্যন্ত ১৯১৪ সাল থেকে মোট ১১০ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে এই দুই দল। যার মধ্যে ৫১বার জয় পেয়েছে ব্রাজিল ৩৪ বার জিতেছে আর্জেন্টিনা ড্র হয়েছে ২৫ টি। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে এই দুই প্রতিপক্ষ। কোপাতে ৩৩বার মুখোমুখি হয়েছে একে অপরের বিরুদ্ধে যার মধ্যে ১৫ টি ম্যাচ জিতেছে ব্রাজিল। অতীতে যুদ্ধ ও ঝামেলা এইসব নিয়ে দুই দেশের মধ্যে লড়াই হতো। তবে এই দ্বন্দ্ব পরিণত হয় ফুটবল ম্যাচে। তারপর থেকে ফুটবলের মাঠের লড়াই মূল হয়ে উঠেছিল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে। আর সেই লড়াই ফের একবার দেখা যেতে পারে কোপার মঞ্চে। যদি সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দেয় মেসির আর্জেন্টিনা তাহলে ১১ ই জুলাই রবিবার কাকভোরে হতে চলেছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ।
যেমন ডার্বি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার, যেমন ডার্বি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের, যেমন ক্রিকেটের ডার্বি ভারত ও পাকিস্তানের ঠিক তেমনই বিশ্ব ফুটবল, দক্ষিণ আমেরিকান ফুটবল ও বাঙালির মনে এটি অন্যতম একটি ডার্বি এই ম্যাচ। আর সেই অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।