রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের বিকল্প ফুটবলারের খোঁজ চালু করে দিয়েছেন জুয়ান ফেরান্দো। অনেকদিন ধরেই বেশ কয়েকজন ফুটবলারের দিকে নজর রাখছেন এটিকে মোহনবাগান রিক্রুটাররা। শনিবার এটিকে মোহনবাগানের ইনস্টাগ্রাম লাইভে এসে ষষ্ঠ বিদেশি ফুটবলারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন জুয়ান। তবে নাম বলেননি। শোনা যাচ্ছে, ব্রাজিলের ফরওয়ার্ড হেনরিকে লুভানোরকে সই করাতে পারে তারা। ব্রাজিলিয়ান হলেও মলডোভার জাতীয় দলের হয়ে চার ম্যাচে দুটি গোল রয়েছে ৩২ বছর বয়সী এই স্টাইকারের।
কেমন স্ট্রাইকার পছন্দ এটিকে মোহনবাগানের কোচ ফেরান্দোর?
শনিবার এটিকে মোহনবাগানের ইনস্টাগ্রাম লাইভে এসে নতুন স্ট্রাইকারের নাম না জানালেও কেমন স্ট্রাইকার তাঁর পছন্দ তা স্পষ্ট জানিয়ে দিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ফ্যানদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফেরান্দো বলেন, ''শুধু ভাল মানের ফুটবলার হলেই হবে না। দলকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। শক্তিশালী ফুটবলার হতে হবে। শুধুমাত্র ট্যাকটিকালি বা টেকনিকালি ভাল হলে হবে না। আমাদের দলকে বোঝার ক্ষমতা থাকতে হবে।''
আরও পড়ুন: রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের বদলি কে? ইঙ্গিত দিলেন ফেরান্দো
গত মরশুমে ইউরো কাপ খেলা জনি কাউকোকে সই করিয়ে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান। আর এবার পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে ফের চমকে দিয়েছে সবুজ-মেরুন শিবির। তাই ষষ্ঠ বিদেশি নিয়েও চমকের আশা করছেন এটিকে মোহনবাগান সমর্থকরা। তবে মেরিনার্সদের চিন্তা করতে বারণ করলেন এটিকে মোহনবাগান কোচ। তিনি বলেন, ''চিন্তা করার কিছু নেই। আমাদের ক্লাবে প্রচুর মানুষ কাজ করেন। তাঁরা এই ব্যাপারে কাজ করছেন। তাই চিন্তার কারণ নেই।''
আরও পড়ুন: ATK Mohun Bagan-এর পাঁচ বঙ্গতনয়, চেনেন তাঁদের বউ-গার্লফ্রেন্ডদের?
দুই তরুণ ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান
স্ট্রাইকার নিয়ে জল্পনার মধ্যেই দুই তরুণ ফুটবলারকে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান। অভিষেক সূর্য বংশী ও রভি রানারকে অনুর্দ্ধ-২১ দল থেকে সিনিয়র দলে সই করাল সবুজ-মেরুন ক্লাব। এবারের আইএসএল- এ বা ইন্য টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে এই দুই তরুণ ফুটবলারকে।