বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এখানে দুই দলের মধ্যে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার চট্টগ্রাম ওয়ানডে দিয়ে সফর শুরু হয়েছে। এই ম্যাচটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। ম্যাচে এক সময় ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল।
এখান থেকে দুই ব্যাটসম্যান মেহেদি হাসান (Mehidy Hasan) ও আফিফ হুসেন (Afif Hossain) নেতৃত্ব নিয়ে বিধ্বংসী খেলেন। দুজনেই সপ্তম উইকেটে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। মেহেদি ও আফিফের এই ইনিংস ক্রীড়া জগতের অনেক অভিজ্ঞদের স্তম্ভিত করেছে।
আফগান দল ২১৫ রান করে
বাংলাদেশ সফরে এটাই ছিল আফগানিস্তানের প্রথম ম্যাচ। এতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২১৫ রান করে সফরকারী দল আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট পান তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
৪৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ
২১৬ রানে বাংলাদেশের শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম উইকেট হারায় ১৩ রানে এবং দ্বিতীয়টি ১৪ রানে। এক সময় ৪৫ রানে দলের প্রথম ৬ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান কেউই ব্যাট হাতে রান পাননি। এখান থেকেই মনে হয়েছিল বাংলাদেশ দল এই ম্যাচে হেরে যাবে এবং ভক্তরাও হার মেনে নিয়েছেন।
এরপর ক্রিজে পা রাখেন ৭ নম্বরে আসা আফিফ হোসেন এবং ৮ নম্বরে আসা মেহেদি হাসান। ধীরে ধীরে ইনিংসকে এগিয়ে নিয়ে যান দুজনে। পাশাপাশি রান রেটও ঠিক রাখেন। দুজনেই অপরাজিত ১৭৪ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। আফিফ ১১৫ বলে অপরাজিত ৯৩ এবং মেহেদি হাসান ১২০ বলে অপরাজিত ৮১ রান করেন। অসাধারণ পার্টনারশিপে ভর করে ৪৮.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।