Advertisement

Ranji Trophy 2022: বাংলার বিশ্ব রেকর্ড! এক ম্যাচে হাফ সেঞ্চুরি পার ৯ ব্যাটসম্যানের

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলা ৭৭৩/৭ তুলে ইনিংস ডিক্লেয়ার করে; যে ন'জন ব্যাটার বাংলার হয়ে ব্যাট করতে নেমেছিলেন, প্রত্যেকেই ৫০-এর গন্ডি পেরিয়ে যান।

দারুণ ব্যাট করেছেন বাংলা দলের ব্যাটাররা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2022,
  • अपडेटेड 3:57 PM IST
  • ৭৭৩ রান করে ডিক্লেয়ার বাংলার
  • ঝাড়খণ্ডের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেকর্ড গড়ে ফেলল বাংলা। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে ৯ জন ব্যাটার ৫০ বা তাঁর বেশি রান করলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সাত উইকেটে ৭৭৩ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল বাংলা। সর্বাধিক ৫০+ স্কোরের রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ানদের দখলে। ১৮৯৩ সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দল প্রথম ইনিংসে করে ৮৩৩ অল আউট, যার মধ্যে আট জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছিলেন।

১২৯ বছরের  রেকর্ড ভেঙে দিল বাংলার রঞ্জি দল

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলা ৭৭৩/৭ তুলে ইনিংস ডিক্লেয়ার করে; যে ন'জন ব্যাটার বাংলার হয়ে ব্যাট করতে নেমেছিলেন, প্রত্যেকেই ৫০-এর গন্ডি পেরিয়ে যান।

অভিষেক রমন ৬১ 
অভিমন্যু ঈশ্বরণ ৬৫ 
সুদীপ ঘরামি ১৮৬ 
অনুষ্টুপ মজুমদার ১১৭ 
মনোজ তিওয়ারি ৭৩ 
অভিষেক পোড়েল ৬৮ 
শাহবাজ আহমেদ ৭৮ 
সায়ন শেখর মন্ডল ৫৩*
আকাশ দীপ ৫৩*
বাংলা দলের খেলায় উচ্ছ্বসিত অভিষেক ডালমিয়া

কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত কোনও ম্যাচে হারতে হয়নি বাংলাকে। তবে ঈশ্বরণ ছাড়া আর কেউ শতরান করতে পারেননি। ব্যাটিং ব্যর্থতা তাই ভাবাচ্ছিল বাংলা দলকে। ফেসবুকে পোস্ট করে অভিষেক লেখেন, 'এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলের ব্যাটিং ভাল হচ্ছিল না। সেই জন্যই আমরা দলকে অনেকটা আগে বেঙ্গালুরু পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেছে তারা। পাশাপাশি আমরা লাল বলে ফাস্ট ডিভিশনের ম্যাচ করেছি। যাতে লাল বলের সঙ্গে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে। আমরা অনেক বেশি সীমিত ওভারের ক্রিকেট খেলয়েছি। ফলে ফর্মে না থাকা ক্রিকেটাররাও ফর্মে ফিরেছে।''
 

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় কোন ভূমিকায় জায়গা হবে ৩৭ বছরের কার্তিকের?

Advertisement

আরও পড়ুন: দঃ আফ্রিকা সিরিজে দলে উমরান? দ্রাবিড় বললেন...

তবে এখনই আত্মতুষ্ট হতে নারাজ অভিষেক। কারণ বাংলার লক্ষ্য রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া। সেই কারণেই দলের ক্রিকেটারদের সতর্ক করে দিতে চাইলেন বাংলার কর্তা। অভিষেক আরও বলেন, ''ন'জন ক্রিকেটার ৫০ বা তার বেশি রান করেছে এটা দারুণ খবর। তবে এখনও অনেক দূর যেতে হবে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই।''   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement