Advertisement

Sayan Banerjee East Bengal: AFC কাপে সায়নকে পাবে ইস্টবেঙ্গল? বাঙালি ফুটবলারের চোট নিয়ে বড় আপডেট

চারদিন পরেই এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ তুর্কমিনিস্তানের এফসি আলটিন অ্যাসির (FK Altyn Asyr)। সেই ম্যাচে কি পাওয়া যাবে সায়ন বন্দোপাধ্যায়কে (Sayan Banerjee)? এটাই এখন ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তার মূল কারণ। কলকাতা লিগের (Kolkata League) ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বাঙালি তারকা ফুটবলার। তবুও তাঁকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় নেক্সট জেন কাপ খেলতে যদিও দল হারছে দেখেও তাঁকে নামানো যায়নি। এবারে এএফসি কাপে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

sayan banerjeesayan banerjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2024,
  • अपडेटेड 9:52 AM IST

চারদিন পরেই এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ তুর্কমিনিস্তানের এফসি আলটিন অ্যাসির (FK Altyn Asyr)। সেই ম্যাচে কি পাওয়া যাবে সায়ন বন্দোপাধ্যায়কে (Sayan Banerjee)? এটাই এখন ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তার মূল কারণ। কলকাতা লিগের (Kolkata League) ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বাঙালি তারকা ফুটবলার। তবুও তাঁকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় নেক্সট জেন কাপ খেলতে যদিও দল হারছে দেখেও তাঁকে নামানো যায়নি। এবারে এএফসি কাপে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কবে ফিরতে পারেন সায়ন?
এখনও কোনকিছুই নিশ্চিত করে বলতে পারছে না ইস্টবেঙ্গল। কারণ, পুরোপুরি ফিট হতে পারেননি সায়ন। আরও সময় লাগবে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ (Bino George)। গোটা বিষয়টাই দলের ফিজিও-র উপর ছেড়ে দিয়েছেন তাঁরা। পুরোপুরি ফিট না হলে সায়নকে নামানোর সাহস পাচ্ছেন না তাঁরা। কারণ, সামনে গোটা মরসুম পড়ে রয়েছে। এখনই বড় চোট পেলে পরের দিকে সমস্যা হতে পারে। তাই ধীরে চল নীতিতেই এগোচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। 

শুক্রবার ইস্টার্ন রেলওয়ের (Eastern Railway) বিরুদ্ধে ম্যাচ জিতে বিনো বলেন, 'একই সঙ্গে কলকাতা লিগ আর ডুরান্ড কাপ চলছে। এর মধ্যেই কিছু ফুটবলার চোট পেয়েছে। দল ভাল খেলছে। গোলের সুযোগ তৈরি হচ্ছে। তবে আমরা আরও উন্নতির চেষ্টা করছি।' 

'সায়নের চোট গুরুতর নয়...'

বিনো জানিয়েছেন সায়নের চোট নিয়ে খুব বেশি চিন্তিত নয় ইস্টবেঙ্গল। রিকভারি করছেন বাঙালি উইঙ্গার। বিনো বলেন, 'সায়নের চোট গুরুতর নয়। ও রিকভারি করছে। কিছুদিনের মধ্যেই ও সুস্থ হয়ে যাবে।' পাশাপাশি অতুন উন্নিকৃষনকে নিয়েও চিন্তায় ছিল লাল-হলুদ। তাঁর হ্যামস্ট্রিং-এ চোট লেগেছে। কেরালাইট ফুটবলারও দ্রুত ফিরে আসবেন বলে আশাবাদি বিনো। তিনি বলেন, 'এখনই বলতে পারছি না। ফিজিওর সঙ্গে কথা বলে জানাতে পারব।'   

দারুণ জয় ইস্টবেঙ্গলের
কলকাতা লিগে দারুণ ছন্দে ইস্টবেঙ্গল। সাত ম্যাচে  ১৯ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের লড়াইয়ে দারুণভাবে টিকে থাকল লাল-হলুদ ক্লাব। শুক্রবার ইস্টার্ন রেলকে ৩-০ গোলে হারায় বিনো জর্জের দল। গোল করেন মুশারফ, আমন সিকে ও জেসিন টিকে। প্রথমার্ধে বেশকয়েকটা সুযোগ তৈরি করলেও গোল আসেনি। তাই সুযোগ নষ্টের এই প্রবনতা চিন্তায় রাখবে লাল-হলুদ কোচকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement