Advertisement

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত! পাকিস্তানে খেলা নিয়ে ICC-কে স্পষ্ট জানাল BCCI

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। বিসিসিআই পরিস্কার ভাবেই এ কথা জানিয়ে দিল আইসিসিকে।  ইএসপিএন ক্রিকইনফো-এর প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তানে রোহিত শর্মাদের খেলতে যেতে অনুমতি দেবে না ভারত সরকার। আট দলের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক এবার পাকিস্তান। তাই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে হাইব্রিড মডেল অনুসরন করার পরামর্শও দেওয়া হয়েছে। 

বাবর আজম এবং রোহিত শর্মা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2024,
  • अपडेटेड 6:27 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। বিসিসিআই পরিস্কার ভাবেই এ কথা জানিয়ে দিল আইসিসিকে।  ইএসপিএন ক্রিকইনফো-এর প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তানে রোহিত শর্মাদের খেলতে যেতে অনুমতি দেবে না ভারত সরকার। আট দলের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক এবার পাকিস্তান। তাই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে হাইব্রিড মডেল অনুসরন করার পরামর্শও দেওয়া হয়েছে। 

ভারতীয় দল সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ খেলতে রাজি পারে। বিকল্প হিসেবে উঠে এসেছে শ্রীলঙ্কার নামও। এশিয়া কাপ যেবার পাকিস্তান আয়োজন করেছিল, সেবার ভারতীয় দলের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। তবে এবার সংযুক্ত আরব আমিরশাহি পাকিস্তানের কাছাকাছি হওয়ায় সেটাই হতে পারে ভারতীয় দলের ম্যাচগুলির সম্ভাব্য ভেন্যু। তবে কিছুই এখনও নিশ্চিত করে জানানো হয়নি। 

কবে চূড়ান্ত হবে সূচি?
এই টুর্নামেন্টের সময়সূচী কবে ঘোষণা করা হবে? ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেবে, যেগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার দল অংশ নেবে। এই টুর্নামেন্ট আয়োজনের প্রায় ১০০ দিন বাকি, তবে এখনও সূচি ঘোষণা করা হয়নি। 

টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। যেখানে আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচের প্রস্তাব করা হয়েছে। পিসিবি কথিত সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল লাহোরে ১ মার্চ। যেখানে উদ্বোধনী ম্যাচ খেলা হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। বাংলাদেশ দল 'এ' গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ছিল। যেখানে গ্রুপ-বি-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াও আফগানিস্তান। 

ভারতীয় দলের সব ম্যাচই লাহোরে রেখেছিল পিসিবি। কিন্তু এখন বিসিসিআই-এর এই সিদ্ধান্তে শুধুমাত্র হাইব্রিড মডেলে' টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। ভারতীয় দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। তারপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলেছে। ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল, যেখানে শ্রীলঙ্কার কাছে ১০০ রানে হারতে হয়েছিল।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement