সুপার কাপের (Super Cup 2023) প্রস্তুতিতে দুটি ম্যাচ খেলল স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং-কে (Mohammedan Sporting) হারালেও পরের ম্যাচে চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে হারতে হল ইস্টবেঙ্গলকে (East Bengal)।
প্রথমার্ধে ম্যাচে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কারিকারির গোলে জয় পায় চেন্নাইয়েন। ৮২ মিনিটে হেডে গোল করেন ঘানার স্ট্রাইকার। নারায়ণ দাসের ফ্রিকিক থেকে ফ্লিক হেডে গোল করেন কারিকারি। কিরিয়াকু, জর্ডন দোহার্টি, অ্যালেক্স লিমা ও জ্যাক জার্ভিসকে দলে রাখেন স্টিফেন। মহামেডানকে ৪-৩ গোলে হারালেও চেন্নাইয়েনের কাছে হেরেই গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সুপার কাপ খেলতে কেরলের মঞ্জেরিতে উড়ে যাবে ইস্টবেঙ্গল দল। তবে তার আগে এই হার আত্মবিশ্বাসে চিড় ধরাবে ইস্টবেঙ্গলের। ৩ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি। ৮ এপ্রিল থেকে মূলপর্বের ম্যাচ শুরু হবে। ২১ ও ২২ এপ্রিল হবে দু'টি সেমিফাইনাল, আর ফাইনাল হবে ২৫ এপ্রিল।
সুপার কাপ গ্রুপ:
গ্রুপ A: কেরল ব্লাস্টার্স এফসি, বেঙ্গালুরু এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং কোয়ালিফায়ার ১ এর বিজয়ী
গ্রুপ B: হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল এফসি এবং কোয়ালিফায়ার ৩ এর বিজয়ী
গ্রুপ C: এফসি গোয়া, এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, এবং কোয়ালিফায়ার ২ এর বিজয়ী
গ্রুপ D: মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এবং কোয়ালিফায়ার ৪ এর বিজয়ী
আরও পড়ুন: কাটমানির জন্য স্যালারির থেকে কম টাকা দিত ইস্টবেঙ্গল? বিস্ফোরক ডগলাস
এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) সূচী-
১০ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান (ATKMB) বনাম বিজয়ী কোয়ালিফাইয়ার-২ (WQ2), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
১৪ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান ATKMB) বনাম জামশেদপুর এফসি (JFC), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
১৮ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান (ATKMB) বনাম এফসি গোয়া (FCG), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
আরও পড়ুন: শুরু হচ্ছে সুপার কাপ, কোথায়-কীভাবে দেখবেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?
ইস্টবেঙ্গলের (East Bengal) সূচী
৯ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম ওড়িশা এফসি (OFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
১৩ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম হায়দরাবাদ এফসি (HFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
১৭ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম বিজয়ী কোয়ালিফাইয়ার-৩ (WQ3), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
অন্যদিকে মহামেডান স্পোর্টিং (Mohammedaan Sporting), এই মরশুমে অষ্টম স্থানে শেষ করেছে তাদের আই লিগ অভিযান। তাই তাদেরকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ।