Advertisement

Cheteswar Pujara and Ajinkya Rahane: বার্ষিক চুক্তি তালিকায় কী হবে রাহানে ও পূজারার?

চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে বিসিসিআই-য়ের চুক্তি তালিকায় গ্রেড এ তে রয়েছেন। বছরে পাঁচ কোটি টাকা পেয়ে থাকেন এই দুই ব্যাটার। তবে বর্তমানে এদের ফর্মের কথা চিন্তা করে এরা কোন তালিকায় জায়গা পাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি চার ভাগে বিভক্ত। A+, A, B এবংC। A+ তালিকাভুক্ত ক্রিকেটাররা পান বার্ষিক সাত কোটি টাকা। A তালিকাভুক্ত ক্রিকেটাররা পান পাঁচ কোটি টাকা করে। B বিভাগে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতন তিন কোটি টাকা। C তালিকায় থাকা ক্রিকেটাররা পান এক কোটি টাকা।

অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jan 2022,
  • अपडेटेड 9:06 PM IST
  • কেন্দ্রীয় চুক্তি শীঘ্রই ঘোষণা করা হতে পারে
  • দলে পুজারা-রাহানের জায়গা নিয়ে প্রশ্ন

টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)ও চেতেশ্বর পূজারার Cheteswar Pujara) খারাপ ফর্ম অব্যহত। দুইজনের ব্যাট থেকেই রান আসছে না। ফলে ব্যর্থ হচ্ছে মিডল অর্ডার। অনেকেই মনে করছেন হয়ত শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন এই দুই ব্যাটার। প্রশ্ন উঠছে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে এই দুই ব্যাটারের অবস্থান নিয়েও। 
সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে জানা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই বিসিসিআই তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে। এই তালিকায় সকলের চোখ থাকবে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের দিকে। 
কোন বিভাগে রয়েছেন এই দুই ব্যাটার
চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে বিসিসিআই-য়ের চুক্তি তালিকায় গ্রেড এ তে রয়েছেন। বছরে পাঁচ কোটি টাকা পেয়ে থাকেন এই দুই ব্যাটার। তবে বর্তমানে এদের ফর্মের কথা চিন্তা করে এরা কোন তালিকায় জায়গা পাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি চার ভাগে বিভক্ত। A+, A, B এবংC। A+ তালিকাভুক্ত ক্রিকেটাররা পান বার্ষিক সাত কোটি টাকা। A তালিকাভুক্ত ক্রিকেটাররা পান পাঁচ কোটি টাকা করে।  B বিভাগে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতন তিন কোটি টাকা। C তালিকায় থাকা ক্রিকেটাররা পান এক কোটি টাকা। 
A+ বিভাগে কারা রয়েছেন
সাধারন ভাবে ভারতের হয়ে তিন ধরনের ফর্ম্যাটে খেলা ক্রিকেটারদের রাখা হয় এই বিভাগে। বর্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরারা রয়েছেন এই বিভাগে। তবে মনে করা হচ্ছে এবার এই তালিকায় যুক্ত হতে পারেন লোকেশ রাহুল ও উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্ত।

আরও পড়ুন:বিরাটের জায়গায় রাহুলকে মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার 


এই মুহূর্তে কারা কোন বিভাগে রয়েছেন
গ্রেড  A+:বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা
গ্রেড  A: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া
গ্রেড B:ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর ও মায়াঙ্ক আগারওয়াল। 
গ্রেড C:কুলদীপ যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, শুভমন গিল, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement