Advertisement

Copa America: আবার ব্রাজিল VS আর্জেন্টিনা! শেষ ৫ ম্যাচে কী ঘটেছিল?

মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও অর্জেন্টিনা। শেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল এই চিরপ্রতিদ্বন্দ্বীরা। এবার ফের ২ বছর বাদে বিশ্ব ফুটবলের অন্যতম বড় ডার্বি ও অন্যতম বড় ম্যাচ হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে।

মেসি বনাম নেইমার! ফাইনালে আর্জেন্টিন বনাম ব্রাজিল। ছবি- টুইটার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2021,
  • अपडेटेड 11:45 AM IST
  • ব্রাজিল ও আর্জেন্টিনা ঐতিহাসিক দ্বৈরথ
  • ১০৭ বছরের দ্বৈরথে ফের একবার মুখোমুখি দুই দল
  • দেখে নেওয়া যাক শেষ ৫ পরিসংখ্যান

মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও অর্জেন্টিনা। শেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল এই চিরপ্রতিদ্বন্দ্বীরা। এবার ফের ২ বছর বাদে বিশ্ব ফুটবলের অন্যতম বড় ডার্বি ও অন্যতম বড় ম্যাচ হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। অতীতে ফিফার রেকর্ড অনুযায়ী ১০৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল জায়েন্টরা। এবার আরও একবার মুখোমুখি হতে চলেছে তাঁরা।


১০৫ বারের মুখোমুখির মধ্যে ৪১টিতে জয় পয়েছে ব্রাজিল ও ৩৮টিতে জয় পয়েছে আর্জেন্টিনা।ড্র হয়েছে ২৬টি খেলা। সুপার ক্লাসিকো বে লাস আমেরিকার মঞ্চে শেষ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। শুধু তাই নয় কোপার সেমিফাইনালে ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে জয় পয়েছিল ব্রাজিলই। সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছিল ব্রাজিল। এবার দেখে নেওয়া যাক শেষ পাঁচ বারের কোপা আমেরিকার টুর্নামেন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনার পরিসংখ্যান...

 


কোপা আমেরিকা ২০১৯, ব্রাজিল ২ - ০ আর্জেন্টিনা

শেষ বারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ব্রাজিল আর্জেন্টিনা মানেই মানুষের মনে একটা আলাদা আবেগ। এই ম্যাচে ব্রাজিলে গ্যাব্রিয়াল জিসাস ও ফিরমিনোর স্ট্রাইকে জয় পয়েছিল ব্রাজিল।

 


কোপা আমেরিকা ২০০৭, ব্রাজিল ৩ - ০ আর্জেন্টিনা


২০০৭ সালের ফাইনালে দুরন্ত ছন্দে ফুটবল খেলেন সাম্বা ব্রিগেড। কোনও ভাবেই আর্জেন্টিনা দলকে জায়গা দেননি তাঁরা। ব্রাজিলের জুলিও বাপতিস্তা, ড্যানি আলভেজদের গোলে জয় পায় ব্রাজিল। ৩ গোলে ব্রাজিলকে হারিয়ে রেকর্ড গড়েন তাঁরা।

 

কোপা আমেরিকা ২০০৪, ব্রাজিল (৪) ২-২ (২)  আর্জেন্টিনা

২০০৪ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দল। সেটাও ছিল ফাইনাল। তবে এই ম্যাচেও কোনও সাফল্য পাননি আর্জেন্টিনার ফুটবলাররা। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলেও, পেনাল্টিতে ৪-২ ফলে ম্যাচ জিতে নেয় ব্রাজিলই।

Advertisement

 

কোপা আমেরিকা ১৯৯৯, ব্রাজিল ২ - ১ আর্জেন্টিনা

কোপা আমেরিকার লড়াইয়ে সব সময়ই একটু ব্রাজিলের বিরুদ্ধে চাপে থাকে আর্জেন্টিনা। ১৯৯৯ সালেও ব্রাজিলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে হার ঘটে আর্জেন্টিনার। ২-১ গোলে হেরে মাঠ ছাড়েন আর্জেন্টিনার খেলোয়াড়ররা।

 

কোপা আমেরিকা ১৯৯৫, ব্রাজিল (২) ২ - ২ (৪) আর্জেন্টিনা

১৯৯৫ সালে কোপা আমেরিকার এই লড়াইয়ে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে কোপা আমেরিকার সেমি হোক বা ফাইনাল বা নক আউট স্টেজ। শেষ ৫টি খেলার মধ্যে ৪টি তেই জয় পয়েছে ব্রাজিল। ফলে খাতায়-কলমে পিছিয়েই আছে আর্জেন্টিনা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement