Advertisement

Mohun Bagan: মোহনবাগান ক্লাবে রাখা লিগ শিল্ড ট্রফি কি আসল? বিতর্কের মাঝে দেবাশিস বললেন...

মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তনিও লোপেজ হাবাস লিগ শিল্ড জেতার পরেও কোনও সেলিব্রেশন চাননি। সেই কারণেই ক্লাবে লিগ শিল্ডের ট্রফি ক্লাব তাঁবুতে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। তবে শনিবার এই সিদ্ধান্ত থেকে সরে এসে সমর্থকদের কথা ভেবে ট্রফি ক্লাব তাঁবুতে রবিবার অবধি লিগ শিল্ড ট্রফি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ টিপ্পনি কাটতে ছাড়েননি। তাদের বক্তব্য, আসল ট্রফি নয়, মোহনবাগান তাঁবুতে যে ট্রফি রাখা হয়েছে, সেটা আসলে রেপ্লিকা ট্রফি। এ ব্যাপারেও মুখ খুলেছে মোহনবাগান।  

বাঁদিকে লিগ শিল্ড ট্রফি নিয়ে ক্যাপ্টেন শুভাশিস, ডানদিকে ক্লাব তাঁবুতে আসা ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2024,
  • अपडेटेड 9:30 AM IST

মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তনিও লোপেজ হাবাস লিগ শিল্ড জেতার পরেও কোনও সেলিব্রেশন চাননি। সেই কারণেই ক্লাবে লিগ শিল্ডের ট্রফি ক্লাব তাঁবুতে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। তবে শনিবার এই সিদ্ধান্ত থেকে সরে এসে সমর্থকদের কথা ভেবে ট্রফি ক্লাব তাঁবুতে রবিবার অবধি লিগ শিল্ড ট্রফি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ টিপ্পনি কাটতে ছাড়েননি। তাদের বক্তব্য, আসল ট্রফি নয়, মোহনবাগান তাঁবুতে যে ট্রফি রাখা হয়েছে, সেটা আসলে রেপ্লিকা ট্রফি। এ ব্যাপারেও মুখ খুলেছে মোহনবাগান।   

এ নিয়েও বেশ ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকদের একাংশ। তাদের দাবি কেন ট্রফি সবসময় ক্লাবের তাঁবুতে থাকবে না? এই কারণেই রেপ্লিকা ট্রফি সারা বছর রাখার সিদ্ধান্ত নিল মোহনবাগান ক্লাব। যাতে সদস্য সমর্থকরা সেই ট্রফি ক্লাবে এসে যে কোনও সময় দেখে যেতে পারেন। এমনটাই জানিয়ে দিয়েছেন সবুজ-মেরুন ক্লাব সচিব দেবাশিস দত্ত। মোহনবাগান অ্য়াথলেটিক ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত আইএসএল শিল্ড দেখা যাবে। ইডেন গার্ডেন্সে আইপিএলের কারণে বিধিনিষেধ থাকায় তিন ঘণ্টার বেশি শিল্ড প্রদর্শিত হবে না। আর সোমবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাবতাঁবুতে সমর্থকদের শিল্ড প্রদর্শন করা হবে। 

রেপ্লিকা ট্রফি নিয়ে দেবাশিস দত্ত বলেন, 'আইএসএলের কাপ জয়ের যখন সুযোগ আছে, তার মধ্যে শিল্ড নিয়ে বাড়তি কোনও সেলিব্রেশন হোক। তবে হাবাস এবং সঞ্জীব গোয়েঙ্কাকে সমর্থকদের কথা বুঝিয়ে ক্লাবে শিল্ড প্রদর্শন করা হচ্ছে। সোমবার পর্যন্ত হবে কারণ মঙ্গলবার আইএসএলের সেমিফাইনালে মোহনবাগানের ম্যাচ আছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে মাসখানেকের মধ্যে ক্লাব তাঁবুতে আইএসএল কাপ এবং আইএসএল শিল্ডের রেপ্লিকা চলে আসবে। যে কোনও টুর্নামেন্টের আসল ট্রফি আয়োজক কমিটির কাছে চলে যায়। আর রেপ্লিকা থাকে ক্লাব কর্তৃপক্ষকে।'

Advertisement

    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement