Advertisement

Copa America 2024 Argentina vs Canada: মেসির পাসে বাজিমাত, ২-০ গোলে কানাডাকে হারাল আর্জেন্টিনা; দেখুন VIDEO

কানাডার বিরুদ্ধে প্রথমার্ধে গোল না পেলেও, প্রাধান্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্যবধান বাড়ান মার্টিনেজ। চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি কানাডা।  

জয় পেল আর্জেন্টিনা
Aajtak Bangla
  • আটালান্টা,
  • 21 Jun 2024,
  • अपडेटेड 7:41 AM IST

কানাডার বিরুদ্ধে প্রথমার্ধে গোল না পেলেও, প্রাধান্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্যবধান বাড়ান মার্টিনেজ। চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি কানাডা।  

কানাডার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা, দেখুন ভিডিও

এবার গোল পরিবর্ত হিসেবে নামা লাওতারো মার্টিনেজের। ফের দারুণ পাস মেসির। 

 

হাঁটুতে চোট পেলেন মেসি

বোম্বিটোর সঙ্গে ট্যাকেলে চোট পান মেসি। তবে কিছুটা চিকিৎসা নিয়ে ফের মাঠে ফিরলেন আর্জেন্টিনা ক্যাপ্টেন। 

সহজ সুযোগ নষ্ট মেসির

গোলকিপারকে একা পেয়েও গোল পেলেন না মেসি। দি মারিয়াকে তুলে নিলেন স্কালোনি। 

সুযোগ নষ্ট দি মারিয়ার

রড্রিগো ডি পলের থেকে বল পেয়ে শট মেরেছিলেন দি মারিয়া। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ে নেওয়া শট বার উচিয়ে বাইরে চলে যায়। 

আলভারেজের গোল

জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দেখুন সেই গোলের ভিডিও

দারুণ পাস ম্যাকালিস্টারের। গোলকিপারকেও কাটিয়ে পাস দেন আলভারেজকে। ছয় গজ বক্সের ভেতরে ঢুকে শট করেন আলভারেজ। ডান দিকের কোনা ঘেষে বল ঢুকে যায় গোলে।

সুযোগ নষ্ট করল কানাডা

আর্জেন্টিনার একের পর এক আক্রমণের মাঝে সুযোগ এসে গিয়েছিল কানাডার কাছেও। তবে এমিলিয়ানো মার্টিনেজের দক্ষতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় আর্জেন্টিনা। 

দারুণ সেভ

ম্যাকালিস্টারের দারুণ হেড সেভ করলেন কানাডার গোলরক্ষক ক্রিপেউ। ম্যাচের ফল এখনও ০-০। 

৩০ মিনিটে সুযোগ পেয়েছিলেন মেসি

পায়ে বল রাখলেও, গোল করার খুব বেশি সুযোগ পাননি লিওলেন মেসি, দি মারিয়ারা। ৩০ মিনিটে গোল করার সুযোগ এসে গিয়েছিল আর্জেন্টিনার ক্যাপ্টেনের সামনে। তবে তিনি তা মিস করেন। 

Advertisement

দুই দলে কারা?

আর্জেন্টিনা দল- মার্টিনেজ; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো, আকুনা; ডি পল, পেরেদেস, ম্যাক অ্যালিস্টার; মেসি, আলভারেজ, ডি মারিয়া।

কানাডা দল- ক্রেপিউ (GK) , জনস্টন, বোম্বিটো, কর্নেলিয়াস, ডেভিস, বুকানন, কোন, ইউস্টাকিও, মিলার, লারিন, ডেভিড 

কোপা আমেরিকার কোনও ম্যাচ দেখা যাচ্ছে না ভারতে। এমনকি কোনো ওটিটি প্লাটফর্মে ও দেখা যাবে না। তাই ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচের খবর দেখতে চোখ রাখুন bangla.aajtak.in-এ। ফের কোপা আমেরিকা জেতার লক্ষ্যে কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছেন লিওনেল মেসিরা। দেখুন সেই ম্যাচের সব আপডেট। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement