গ্রুপ পর্বের লড়াইয়ের পর এবার আটটি দল জায়গা করে নিল কোপা আমেরিকা ২০২৪-এর (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে। একইসঙ্গে সামনে চলে এল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের সূচি। শুক্রবার সকালে আর্জেন্টিনার ম্যাচ। মেসিদের সামনে এবার ইকুয়েডর (Argentina vs Ecuador)। কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ থেকে আর্জেন্টিনা (গ্রুপ চ্যাম্পিয়ন) ও কানাডা, গ্রুপ বি থেকে ভেনেজুয়েলা (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ইকুয়েডর, গ্রুপ সি থেকে উরুগুয়ে (গ্রুপ চ্যাম্পিয়ন) ও পানামা, গ্রুপ ডি থেকে কলম্বিয়া (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে।
কোপা আমেরিকার প্রথম আয়োজক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। প্রথমবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্রথমবারেই জায়গা করে নিয়েছে দুই নবাগত দল পানামা ও কানাডা। এক ঝলকে দেখে নিন কোপা আমেরিকা ২০২৪-এর সূচি।
কোপা আমেরিকার সূচি
৫ জুলাই- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)
৬ জুলাই- ভেনিজুয়েলা বনাম কানাডা (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)
৭ জুলাই- কলম্বিয়া বনাম পানামা (ভারতীয় সময় ভোররাত ৩.৩০টা)
৭ জুলাই- উরুগুয়ে বনাম ব্রাজিল (ভারতীয় সময় সকাল ৬.৩০টা)।
ইকুয়েডর ম্যাচে খেলবেন মেসি?
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। মেসি এ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন। যদিও তাঁর চোট কতটা, পুরো সুস্থ কি না—এসব নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, অনুশীলনের আগে মেসির সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন।
কবে চোট পেয়েছিলেন মেসি?
গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন মেসি। কোয়ার্টার ফাইনাল সামনে রেখে তাঁকে বিশ্রামে রাখা হয়। পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ২–০ গোলে আর্জেন্টিনা জিতলেও মেসি সে ম্যাচে খেলেননি। এবার তিনি খেলবেন কিনা সেটাই প্রশ্ন।