Advertisement

Copa America Final 2024: কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের উপর টাকার বৃষ্টি, কত পাবেন মেসি-রড্রিগেজরা?

মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার ভোরে কোপা আমেরিকার (Copa America) ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া (Argentina vs Colombia)। টানা ২৮ ম্যাচে অপরাজিত দলের বিরুদ্ধে লিওনেল মেসিরা (Lionel Messi) জয় পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। দারুণ ছন্দে রয়েছে দুই দল। তবে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা (Argentina) যে কিছুটা হলেও এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। তবে কলম্বিয়াও (Colombia) যে ছেড়ে কথা বলবে না তাও বেশ স্পষ্ট। কোপা আমেরিকায় দারুণ খেলছেন হামেস রদ্রিরেগজরা (James Rodriguez)। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় সাধারণ সমর্থকরা। 

argentinaargentina
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2024,
  • अपडेटेड 11:24 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার ভোরে কোপা আমেরিকার (Copa America) ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া (Argentina vs Colombia)। টানা ২৮ ম্যাচে অপরাজিত দলের বিরুদ্ধে লিওনেল মেসিরা (Lionel Messi) জয় পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। দারুণ ছন্দে রয়েছে দুই দল। তবে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা (Argentina) যে কিছুটা হলেও এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। তবে কলম্বিয়াও (Colombia) যে ছেড়ে কথা বলবে না তাও বেশ স্পষ্ট। কোপা আমেরিকায় দারুণ খেলছেন হামেস রদ্রিরেগজরা (James Rodriguez)। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় সাধারণ সমর্থকরা। 

সেই চর্চার পাশাপাশি অনেকেই জানতে উৎস্যুক, চ্যাম্পিয়ন হলে কত টাকা প্রাইজ মানি মিলবে মেসি কিংবা হামেস রদ্রিরেগজদের? সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রোহিত শর্মারা (Rohit Sharma) যে বিশাল অঙ্কের টাকা পুরস্কার হিসাবে পেয়েছিলেন, তার চেয়ে বেশি টাকা পাবেন কী মেসিরা?
 

কত টাকা পাবেন চ্যাম্পিয়নরা?
কোপার আয়োজক কনমেবল (Conmebol) ইতিমধ্যেই প্রতিযোগিতার পুরস্কারমূল্য ঘোষণা করেছে। চলতি বছরে মোট প্রাইজ মানি থাকছে ৭২ মিলিয়ন ডলার। গ্রুপ জায়গা পাওয়া দলগুলি পাচ্ছে ২ লক্ষ মিলিয়ন ডলার করে। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া চারটি দল পাচ্ছে ৪ লক্ষ মিলিয়ন ডলার করে। তৃতীয় স্থানাধিকারী পাচ্ছে ৬ লক্ষ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানাধিকারী পাচ্ছে ৭ মিলিয়ন ডলার। ফাইনালে জয়ী দল পাবে ১৬ লক্ষ মিলিয়ন ডলার। আর রানার্স দল পাবে ৯ লক্ষ মিলিয়ন ডলার। গতবারের চেয়ে এবারের পুরস্কার মূল্য অনেকটি বাড়ানো হয়েছে। ২০২১ সালে কোপা চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসিরা পেয়েছিলেন ১০ লক্ষ মিলিয়ন ডলার। আর রানার্স হয়ে ব্রাজিল পেয়েছিল ৮ মিলিয়ন ডলার।

এখন অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার। ফাইনাল ম্যাচে কলম্বিয়া না আর্জেন্টিনা। এবার কারা চ্যাম্পিয়ন হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement