Advertisement

Sachin Tendulkar: অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন 'ক্রিকেট ঈশ্বর', তালিকায় আর কারা?

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। অনুষ্ঠানের আগে সেজে উঠছে গোটা অযোধ্যা শহর। এই কর্মসূচিতে অনেক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ হাজার হাজার মানুষ। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সচিন তেন্ডুলকরকে। 

শচীন টেন্ডুলকার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Jan 2024,
  • अपडेटेड 6:19 PM IST
  • অযোধ্যায় আমন্ত্রণ পেলেন সচিন
  • ২২ জানুয়ারি অনুষ্ঠান

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। অনুষ্ঠানের আগে সেজে উঠছে গোটা অযোধ্যা শহর। এই কর্মসূচিতে অনেক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ হাজার হাজার মানুষ। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সচিন তেন্ডুলকরকে। 

আমন্ত্রণ পেয়েছেন সচিন তেন্ডুলকরও

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে। সচিনকে ক্রিকেটের 'গড' বলা হয়। অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। রামের জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট প্রায় ৭ হাজার জনকে প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পাঠিয়েছে, যার মধ্যে তিন হাজার ভিভিআইপি রয়েছেন। এই অনুষ্ঠানে তারকা ব্যাটার বিরাট কোহলি ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও।

৫০ বছর বয়সী সচিন তেন্ডুলকর ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন। সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০০ টি সেঞ্চুরি এবং ১৬৪টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তাঁর দখলে। বোলার হিসেবে সচিন তেন্ডুলকর নিজের দক্ষতার ছাপ রেখে গিয়েছেন ২২ গজে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১টি উইকেট নিয়েছেন। সচিন তেন্ডুলকর ভারতের হয়ে মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। তার মধ্যে ২০১১ সালের বিশ্বকাপ সচিনের জন্য দারুণ স্পেশাল। সেবার ঘরের মাঠে এমএস ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছিল। সচিন ২০১৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

অতিথিদের দেওয়া হবে এসব উপহার
অযোধ্যার সোমবারের অনুষ্ঠানে আগত অতিথিদের ফাউন্ডেশন খোড়ার সময় তোলা মাটি উপহার দেওয়া হবে। মাটি বাক্সে ভর্তি করা হচ্ছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একজন সদস্য বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি পাটের ব্যাগে ভরে রাম মন্দিরের ১৫ মিটারের একটি ছবি উপস্থাপন করা হবে। ট্রাস্ট সদস্য জানান, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ১১ হাজারেরও বেশি অতিথি ও আমন্ত্রিতদের স্মরণীয় উপহার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, রাম জন্মভূমির মাটি ছাড়াও অতিথিদের প্রসাদ হিসেবে ১০০ গ্রাম মতিচুর লাড্ডুও দেওয়া হবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement