Advertisement

Sourav Ganguly: এবার বিস্ফোরক সৌরভ, ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইস্যুতে টানলেন রাজনীতির প্রসঙ্গ

ত্রিপুরার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 24 May 2023,
  • अपडेटेड 9:00 PM IST
  • ত্রিপুরার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন সৌরভ
  • মানিক সাহা এটার সত্যতা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন

ত্রিপুরার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন মহারাজ। জল্পনা নিয়ে তিনি বিরক্তিও প্রকাশ করেছেন। তিনি বলেন, 'রাজনৈতিক জল্পনা নিয়ে আমি হতাশ। কেন সব সময়, সব কিছুর রাজনীতিকরণ? আমি যাই করি না কেন এটাকে রাজনীতির সঙ্গে সংযুক্ত করা হয়। এটা ত্রিপুরা সরকারের পর্যটন প্রচারের একটি সহজ কাজ।'

সৌরভ আরও বলেন, 'তারা আমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু কেন সব কিছু রাজনৈতিক হয়? গুজরাতের সঙ্গে অমিতাভ বচ্চন, বাংলার সঙ্গে শাহরুখ, কেরলের সঙ্গে সচিনের চুক্তি রয়েছে। এরা ছাড়াও আরও অনেক মানুষ আছে। উত্তরাখণ্ডের সঙ্গে ঋষভ, ঝাড়খণ্ডের সঙ্গে ধোনির, অনেকেরই অনেক চুক্তি রয়েছে। কিন্তু এই প্রশ্ন সবসময় আমাকে কেন করা হয়? সব সময় রাজনীতি কেন? এটা খুবই হতাশাজনক। কেউ কারও সঙ্গে দেখা করতে পারে না। কেউ কারও কাছে যেতে পারবে না। প্রতিবারই রাজনৈতিক আঙ্গিকে জল্পনা কেন? যদি কারও সঙ্গে দেখা করি। যদি কারও সঙ্গে কথা বলি। সব সময় রাজনীতি কেন? দয়া করে এটা করবেন না।'

আরও পড়ুন: Sourav Ganguly : BJP-শাসিত ত্রিপুরার ব্রান্ড অ্যাম্বাসাডর সৌরভ, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাতেই সৌরভকে ত্রিপুরা পর্যটন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন সেই রাজ্যের পর্যটন মন্ত্রী। তিনি ফেসবুক পোস্টে জানান, তাঁরা আশাবাদী যে সৌরভ প্রস্তাব গ্রহণ করবেন। তার ঠিক কয়েক ঘণ্টা পরই আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়ে দেন, তাঁদের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছেন সৌরভ।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement