Advertisement

Cricketer Died: বল করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত, প্রিয় ক্রিকেটই কাড়ল প্রাণ

বল করতে করতেই হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে প্রয়াত গুজরাতের (Gujarat Cricketer Died) এক ক্রিকেটার। বল করতে করতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরেই মাটিতে লুটিয়ে পড়েম সেই বোলার। গুজরাতের রাজ্য সরকারী কর্মচারী বসন্ত রাঠৌর প্রয়াত মাত্র ৩৪ বছর বয়সেই। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 3:15 PM IST
  • ৩৪ বছর বয়সে প্রয়াত ক্রিকেটার
  • জিএসটি অফিসে কাজ করতেন তিনি।

বল করতে করতেই হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে প্রয়াত গুজরাতের (Gujarat Cricketer Died) এক ক্রিকেটার। বল করতে করতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরেই মাটিতে লুটিয়ে পড়েম সেই বোলার। গুজরাতের রাজ্য সরকারী কর্মচারী বসন্ত রাঠৌর প্রয়াত মাত্র ৩৪ বছর বয়সেই। 

ঘটনাটি ঘটেছে আমদাবাদের একটি কলেজ মাঠে। স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন রাজ্য জিএসটি বিভাগে চাকরি করা বসন্ত হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। বসন্তর এক সহকর্মী বলেন, 'শনিবার বসন্তর দল যখন ফিল্ডিং করতে নেমেছিল, তখন ওকে দেখে অসুস্থ বলে মনে হয়নি। সুযোগ পেলেই মাঠে নেমে পড়ত ও। ক্রিকেটই ছিল বসন্তের সমস্তকিছু। সেই ক্রিকেট খেলতে গিয়েই প্রান হারাল সে।'

আরও পড়ুন: জামাই শোয়েবের বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন সানিয়ার মা, হু হু করে ভাইরাল VIDEO

বসন্তকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ছুটে আসেন অন্যান্য খেলোয়াড়রা। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোলা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় বসন্তের। তথ্য অনুযায়ী, শনিবার আহমেদাবাদে এই ঘটনা ঘটেছে। আহমেদাবাদের জিএসটি কর্মচারী ও সুরেন্দ্রনগর জেলা পঞ্চায়েতের মধ্যে একটি ম্যাচ চলছিল। এই ম্যাচে জিএসটি কর্মচারী বসন্ত রাঠোরও (Basant Rathod) অংশ নিয়েছিলেন। বোলিং করার সময় বসন্তের বুকে ব্যথা হয় এবং মাটিতে পড়ে যান। 

আরও পড়ুন: সৌরভের বায়োপিক নিয়ে বড় খবর, অভিনয় করছেন না রণবীর কাপুর

তবে এমন ঘটনা প্রথম নয়, গত ১০ দিনে গুজরাতেই ৩ ক্রিকেটারের মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। গুজরাত ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এমন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যা ভাবাচ্ছে দেশের চিকিৎসক মহলকে। যদিও চিকিৎসক মহলের দাবি, নিয়মিত চিকিৎসা না করানো, হঠাৎ করেই মাঠে নেমে পড়ায় সমস্যা আরও বাড়ছে বলে মত তাঁদের। নিয়মিত ধূমপান ও মদের প্রভাবও রয়েছে। উচ্চ রক্তচাপের জন্যও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়রা। শুধু স্থানীয় ক্রিকেটে নয়, এর আগে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়াশিম রাজা। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement