Advertisement

Cristiano Ronaldo: ফের রোনাল্ডো বনাম কোচ, ক্লাব ছাড়লেন আল নাসের ম্যানেজার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) দলে যোগ দেওয়ার তিন মাসের মধ্যেই দায়িত্ব ছাড়লেন আল নাসেরের (Al Nassr) কোচ রুডি গার্সিয়া (Rudi Garcia)। গত কয়েক বছরে বারবার কোচের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) হোক বা জাতীয় দল, বার বার বিতর্কে সিআর সেভেন। জানা গিয়েছে, এ ক্ষেত্রেও রোনাল্ডোর সঙ্গে বচসার জেরেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গার্সিয়া।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2023,
  • अपडेटेड 9:13 AM IST
  • দায়িত্ব ছাড়লেন রোনাল্ডোদের কোচ
  • আল নাসেরের থেকে পদত্যাগ গার্সিয়ার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) দলে যোগ দেওয়ার তিন মাসের মধ্যেই দায়িত্ব ছাড়লেন আল নাসেরের (Al Nassr) কোচ রুডি গার্সিয়া (Rudi Garcia)। গত কয়েক বছরে বারবার কোচের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) হোক বা জাতীয় দল, বার বার বিতর্কে সিআর সেভেন। জানা গিয়েছে, এ ক্ষেত্রেও রোনাল্ডোর সঙ্গে বচসার জেরেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গার্সিয়া।

আল নাসেরের পক্ষ থেকে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, 'রুডি গার্সিয়া আর আল নাসেরের কোচ নন, দুই পক্ষ একসঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছে। গত আট মাস ধরে দারুণ কাজ করেছেন। ওঁর প্রতি আমরা কৃতজ্ঞ।' রোনাল্ডোকে রেকর্ড অঙ্কের অর্থের বিনিময়ে আল নাসেরে সই করানোর পর থেকেই কোচের সঙ্গে তাঁর বিবাদের কথা শোনা গিয়েছিল। পর্তুগিজ তারকা কোচের পরিকল্পনায় একেবারেই খুশি ছিলেন না। তবে এক্ষেত্রে শুধু রোনাল্ডো নয়, অসন্তোষ ছিল দলের অন্য ফুটবলারদের মধ্যেও। কিছুদিন আগে আল ফেইহার বিরুদ্ধে ০-০ গোলে ম্যাচ ড্র হওয়ার পর টানেল দিয়ে বার হওয়ার সময়ই অসন্তুষ্ট দেখাচ্ছিল রোনাল্ডোকে। সেই ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর কোচ গার্সিয়া দলের ফুটবলারদের তিরস্কার করেন। দলের কাউকে নিয়েই খুশি ছিলেন না তিনিও। এর পরেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে হল তাঁকে। 

আরও পড়ুন

এবার রোনাল্ডোদেরকচ কে হবেন? ক্লাব চাইছে জোসে মোরিনহোকে কোচ করতে। ইরিমধ্যেই তাঁরা প্রস্তাবও দিয়ে দিয়েছে তারকা কোচকে। বিরাট অঙ্কের প্রস্তাবে মোরিনহো রাজি হন কিনা সেটাই এখন দেখার। ১৮ এপ্রিল আল হিলালের বিরুদ্ধে খেলতে নামবে আল নাসের। 

কোচের সঙ্গে রোনাল্ডোর বিবাদ  যদিও নতুন নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এরিক টেন হ্যাগের বিরুদ্ধে বারেবারে অসন্তোষ প্রকাশ করেছেন সিআর সেভেন। এক বিস্ফোরক সাক্ষাৎকারে শুধু কোচ নয়, ক্লাবের ম্যানেজমেন্টের ওপরেও ক্ষোভ উগরে দেন রোনাল্ডো। এর জেরেই তাঁকে ক্লাব ছাড়তে হয়। গত বছরের বিশ্বকাপের সময়, পর্তুগালের কোচ ফার্নান্ডো স্যান্টসের সঙ্গে মতবিরোধ হয় রোনাল্ডোর। বিশ্বকাপে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। আর তাতেই রেগে যান রোনাল্ডো।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement