Advertisement

Cristiano Ronaldo: মরক্কোর বিরুদ্ধে দল গোল খাওয়ায় হতাশ বেঞ্চে থাকা রোনাল্ডো,VIRAL VIDEO

মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাচের ৪৩ মিনিটে নাসিরি গোল দিয়ে মরক্কোকে এগিয়ে দেন। এই গোলের পরেই বেঞ্চে বসে অদ্ভুত প্রতিক্রিয়া দেখা গেল রোনাল্ডোর কাছ থেকে। এই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে গত ম্যাচের দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস। সেই জন্যই জায়গা হয়নি রোনাল্ডোর। 

রোনাল্ডো ছবি-সোশ্যাল মিডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2022,
  • अपडेटेड 9:58 PM IST

মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাচের ৪৩ মিনিটে নাসিরি গোল দিয়ে মরক্কোকে এগিয়ে দেন। এই গোলের পরেই বেঞ্চে বসে অদ্ভুত প্রতিক্রিয়া দেখা গেল রোনাল্ডোর কাছ থেকে। এই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে গত ম্যাচের দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস। সেই জন্যই জায়গা হয়নি রোনাল্ডোর। 

এর আগে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভাল খেলতে পারেননি রোনাল্ডো। সেই ম্যাচে ৬৮ মিনিটে পর্তুগিজ তারকাকে তুলে নেন কোচ। এরপরেই উঠে যাওয়ার সময় অঙ্গভঙ্গি করতে থাকেন রোনাল্ডো। আর সেই জন্যই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাঁকে শুরু থেকে নামাননি কোচ। এমনটাও শোনা গিয়েছিল। তবে সমস্ত সমস্যা মিটে গিয়েছে বলে জানান স্যান্টোস। তিনি বলেন, ''শৃঙ্খলাজনিত সমস্ত সমস্যা মিটে গিয়েছে। রোনাল্ডোর সঙ্গে অতীতে কী হয়েছে সেটাও দেখতে হবে।''

     

আসলে গত ম্যাচে রোনাল্ডোর জায়গায় খেলতে নেমে দারুণ হ্যাটট্রিক করেছিলেন তরুণ স্ট্রাইকার র‍্যামোস। আজও তাঁকে দিয়েই শুরু করতে চলেছে পর্তুগাল। দলে একটাও পরিবর্তন করেননি তিনি। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি ফার্নান্দো স্যান্টোস।

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে থেকেই কানাঘুষো শোনা গিয়েছিল, নকআউটের এই ম্যাচে বেঞ্চে থেকেই শুরু করবেন রোনাল্ডো। আর ম্যাচেও সেটাই হয়েছে। ২০০৪ সালের পর প্রথমবার বড় কোনও টুর্নামেন্টের ম্যাচে বেঞ্চে বসে রইলেন তিনি। ১৮ বছর পর আর দিনের হিসেবে ৬৭৪৭ দিন পরে কোনও ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না তাঁর। ২০০৪ ইউরো কাপে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। আবারও দেখা গেল সেই দৃশ্য। 


    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement