মানবিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার দুর্গত মানুষদের জন্য ত্রান পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানকার দুর্গত মানুষদের জন্য বিমানভর্তি ত্রান পাঠিয়েছেন রোনাল্ডো। ক্ষতিগ্রস্থদের জন্য খাদ্যদ্রব্য, শিশুদের খাবার, বালিশ, কম্বল, বিছানা, দুধ ও চিকিৎসার সামগ্রী পাঠিয়েছেন।
তুরস্কের ভূমিকম্পের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছিলেন, তাঁর সই করা জার্সি নিলাম করবেন সিআর সেভেন। নিলাম থেকে পাওয়া টাকা দিয়েই তুরস্কের ক্ষতিগ্রস্থ মানুষদের ত্রান পাঠানো হবে। তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরালও এই নিলামের উদ্দ্যেশের কথা জানিয়েছিলেন। ট্যুইটারে তুরস্কের ফুটবলার জানান, 'আমার সঙ্গে রোনাল্ডোর কথা হয়েছে। তুরস্কের অবস্থার কথা শুনে খুবই কষ্ট পেয়েছিলেন রোনাল্ডো। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে পাওয়া টাকা ভূমিকম্প পীড়িত মানুষদের সেবায় ব্যবহার করা হবে।'
আরও পড়ুন: গোড়ালিতে অপারেশন, মরশুম শেষ নেইমারের?
এর আগেও রোনাল্ডো আর্ত মানুষের সেবা করেছেন। এর আগে এক শিশুর মস্তিস্কে অপারেশনের জন্য ৮৩ হাজার ডলার দিয়েছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার। এরপর পর্তুগালের ক্যানসার হাসপাতালে ১ লক্ষ ৬৫ হাজার ডলার সাহায্য করেন রোনাল্ডো। আর এবার ভূমিকম্প বিদ্ধস্ত তুরস্ক সিরিয়ার মানুষদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনাল্ডো।
কিছুদিন আগেই ফের বিতর্কের মধ্যে পড়েছিলেন রোনাল্ডো। কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে গিয়ে তাঁর সঙ্গে রাত কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এমনই দাবি ভেনেজুয়েলার এক ব্লগার জর্জি লায়া (Georgi Laya) । যদিও পর্তুগিজ তারকার বিরুদ্ধে তিনি কোনও অভিযোগ করেননি।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতে এমবাপেকে কী বলেছিলেন মার্টিনেজ? মেসিদের গোলকিপার বললেন...
ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তবে কি জর্জিনাকে (Georgina Rodriguez) ফাঁকি দিয়ে এই সম্পর্কে জড়িয়ে পড়েছেন সিআর সেভেন? ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার এই ব্লগার। ২০২২ ফিফা বিশ্বকাপে যে হোটেলে ছিলেন রোনাল্ডো সেখানেই তাঁর সঙ্গে ছবি তুলতে যান জর্জি লায়া। রোনাল্ডোই নাকি তাঁকে ইনস্টাগ্রামে মেসেজ করেন। সেই ব্লগার লিখেছেন, 'মেসেজ পেয়ে মনে হয়েছিল রোনাল্ডো আমার সঙ্গে কথা বলতে চান। আমি ভেবেছিলাম তাঁর সঙ্গে কিছু সেলফি তোলার সুযোগও হয়ে যাবে। তাই আমি হোটেলে যাই।'