ম্যাচ হারের পর আরও বড় সমস্যায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে চোট পান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এখনও পর্যন্ত চার ম্যাচের দুটিতে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। বুধবার চেন্নাইকে ৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজস্থান রয়্যালস (RR)। তবে শুধু ধোনি নন, চোট পেয়েছেন ফাস্ট বোলার সিসান্দা মাগালাও। এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিজেই। পা 'নড়াচড়া' করতে গিয়েই সমস্যায় ভুগছেন ধোনি। তাহলে, ২৩ এপ্রিল কলকাতার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন মাহি?
এটাই হয়ত এমএস ধোনির শেষ আইপিএল। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধোনি সমর্থকরা সিএসকে-র ম্যাচ থাকলেই ছুটে যাচ্ছেন স্টেডিয়ামে। কলকাতাতেও এই ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। এই ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। আহত খেলোয়াড়দের নিয়ে সমস্যায় ভুগতে হচ্ছে চেন্নাই দলকে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার সিসান্দা মাগালা চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন। বুধবার রাজস্থান রয়্যালসের কাছে চেন্নাইয়ের কাছে ৩ রানে হারের পর ফ্লেমিং এ কথাই জানান।
ফ্লেমিং বলেন, 'ধোনি হাঁটুতে চোট রয়েছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। ওর ফিটনেস পেশাদার ক্রিকেটারদের মতোই।' টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেন ধোনি। এবারেও রাঁচির নেটে অনুশীলন করেছিলেন, তবে চেন্নাই পৌঁছানোর এক মাস আগে প্রাক-মরশুম প্রস্তুতি শুরু হয়েছিল।
আরও পড়ুন: জুনিয়রদের এগিয়ে দিতে গিয়েই ডুবলেন ধোনি? ম্যাচের ফল হত অন্যরকম!
চোট পেয়েছেন ফাস্ট বোলার মাগালাও
শেষ ওভারের শেষ তিন বলে মাত্র ৩ রান দিয়ে রাজস্থানকে জয় এনে দেন সন্দীপ শর্মা। সেই সময় ক্রিজে ছিলেন ধোনি ও রবীন্দ্র জাদেজা। তবে, কোচ ফ্লেমিং আত্মবিশ্বাসী যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক চোট থেকে সেরে উঠবেন এবং দলের নেতৃত্ব চালিয়ে যাবেন। তিনি বলেন, 'ধোনি এই মরশুমে খুব ভালো খেলছে। আশা করছি ও দ্রুত চোট থেকে সেরে উঠবে।' উদ্বেগ শোনা গিয়েছে কোচ স্টিফেন ফ্লেমিং-এর গলায়। কারণ, তাঁরা আর কোনও ক্রিকেটার নিতে পারবেন না। ফ্লেমিং বলেন, 'আমরা আর কোনও ক্রিকেটারকে নিতে পারব না। একাধিক ক্রিকেটারের চোট রয়েছে। সেই জন্য আমি চাই আর কেউ যেন নতুন করে চোট না পায়।'
আরও পড়ুন: IPL-এ নতুন নিয়ম, খেলা ঘুরিয়ে দিচ্ছেন যে সব ইমপ্যাক্ট প্লেয়াররা
চোট পেয়েছেন দীপক ও স্টোকস
চেন্নাইয়ে আহত খেলোয়াড়ের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস গোড়ালির চোটের কারণে সেই ম্যাচ খেলতে পারেননি তিনি। অন্যদিকে ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএল থেকে প্রায় বাইরে চলে গিয়েছেন তিনি।