খেলা শেষ।
১৮.৪ ওভারে ক্রিস মরিসের বলে দেবদত্তের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন ব্রাভো (৭)। একই ওভারে ফিরলেন জাদেজাও (৭)। তিনি গুরকিরতসিংয়ের হাতে ক্যাচ তুলে আউট হন। ১৯ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ১২৬-৮ (দীপক চহ্বার-০)
১৭.৩ ওভারে উদানার বলে বোল্ড হলেন রায়াডু (৪২)। ১৮ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ১১৭-৬ (জাদেজা-২,ব্রাভো-৩)
১৬.২ ওভারে ক্রিস মরিসের বলে ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে ফিরে গেলেন শ্যাম কুরান (০)। ১৭ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ১০৯-৫ (জাদেজা-১,রায়াডু-৩৮)
১৫.৬ ওভারে চহ্বালের বলে গুরকিরত সিংয়ের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন ধোনি (১০)। ১৬ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ১০৬-৪ (রায়াডু-৩৬)
১৪.২ ওভারে রান আউট হন জগদীশন (৩৩)। ১৫ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৯৬-৩ (ধোনি-১,রায়াডু-৩০)
১৪ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৮৯-২ (নারায়ণ জগদীশন-৩৩,রায়াডু-৩০)
১৩ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৭৫-২ (নারায়ণ জগদীশন-২৫,রায়াডু-২৫)
১২ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৬৩-২ (নারায়ণ জগদীশন-১৫,রায়াডু-২৪)
১১ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৫৬-২ (নারায়ণ জগদীশন-১৪,রায়াডু-১৯)
নবম ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৪৪-২ (নারায়ণ জগদীশন-৭,রায়াডু-১৪)
অষ্টম ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৩৫-২ (নারায়ণ জগদীশন-৫,রায়াডু-৭)
সপ্তম ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৩০-২ (নারায়ণ জগদীশন-৩,রায়াডু-৪)
ওয়াশিংটন সুন্দরের বলে ক্লিন বোল্ড হয়ে যান শেন ওয়াটসন (১৪)। ষষ্ঠ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ২৬-২ (নারায়ণ জগদীশন-১,রায়াডু-২)
পঞ্চম ওভারে চেন্নাই সুপার কিংসের রান ২১-১ (শেন ওয়াটসন-১০,রায়াডু-২)
৩.৬ ওভারে ওয়াসিংটন সুন্দরের বলে ক্রিস মরিসের হাতে ক্যাচ তুলে ফিরে যান ফাফ ডু প্লেসি (৮)। চতুর্থ ওভারে চেন্নাই সুপার কিংসের রান ১৯-১ (শেন ওয়াটসন-১০)
তৃতীয় ওভারে চেন্নাই সুপার কিংসের রান ১৩-০ (শেন ওয়াটসন-৯, ফাফ ডুপ্লেসি-৩)
দ্বিতীয় ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৬-০ (শেন ওয়াটসন-৪, ফাফ ডুপ্লেসি-১)
প্রথম ওভারে চেন্নাই সুপার কিংসের রান ৪-০ (শেন ওয়াটসন-৪, ফাফ ডুপ্লেসি-০)
নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রানে শেষ হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। ৯০ রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শিবম দুবে (২২)।
১৯ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১৫৫-৪ (বিরাট-৭৭, শিবম দুবে-২২)
১৮ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১৪১-৪ (বিরাট-৬৮, শিবম দুবে-১৮)
১৭ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১১৭-৪ (বিরাট-৫৩, শিবম দুবে-১১)
১৬ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১০৩-৪ (বিরাট-৪৪, শিবম দুবে-৬)
শ্যাম কুরানের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়াশিংটন সুন্দর (১০)। ১৫ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৯৫-৪ (বিরাট-৪২, শিবম দুবে-১)
১৪ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৮৬-৩ (বিরাট-৩৪, ওয়াশিংটন সুন্দর-১০)
১৩ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৮১-৩ (বিরাট-৩০, ওয়াশিংটন সুন্দর-৯)
১২ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৬৯-৩ (বিরাট-২৬, ওয়াশিংটন সুন্দর-১)
শার্দূল ঠাকুরের বলে একই ওভারে ফিরে গেলেন দেবদত্ত এবং ডিভিলয়ার্স। ডুপ্লেসির হাতে ক্যাচ তুলে ফিরে যান দেবদত্ত (৩৩)। আর ধোনির হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন এবি (০)। ১১ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৬৭-৩ (বিরাট-২৫, ওয়াশিংটন সুন্দর-০)
দশম ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৬৫-১ (বিরাট-২৩, দেবদত্ত-৩৩)
নবম ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৫৫-১ (বিরাট-২১, দেবদত্ত-২৫)
অষ্টম ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৫০-১ (বিরাট-১৯, দেবদত্ত-২২)
সপ্তম ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৪৬-১ (বিরাট-১১, দেবদত্ত-১৭)
ষষ্ঠ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৩৬-১ (বিরাট-১১, দেবদত্ত-১৭)
পঞ্চম ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ২৫-১ (বিরাট-৬, দেবদত্ত-১৩)
চতুর্থ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ২১-১ (বিরাট-৪, দেবদত্ত-১১)
তৃতীয় ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১৫-১ (বিরাট কোহলি-২, দেবদত্ত-৯)। ২.৫ ওভারে চহ্বারের বলে বোল্ড হন ফিঞ্চ (২)।
দ্বিতীয় ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১১-০ (অ্যারন ফিঞ্চ-১, দেবদত্ত-৮)
প্রথম ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ২-০ (অ্যারন ফিঞ্চ-০, দেবদত্ত-১)
আজ চেন্নাই সুপার কিংস দলের প্রথম একাদশে নেই কেদার যাদব।