Advertisement

Mohun Bagan: অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার, সুপার কাপের আগে স্বস্তি মোহনবাগানে

মোহনবাগান দলে যোগ দিলেন ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। চোট সারিয়ে আনোয়ার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন সবুজ-মেরুন সমর্থকরা। জুয়ান ফেরান্দোকে সরিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে কোচ করেছে মোহনবাগান। সুপার কাপের আগে আনোয়ার এসে যাওয়ায় অনেকটাই শক্তিশালি হবে মেরিনার্সদের ডিফেন্স।

Mohun Bagan TeamMohun Bagan Team
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2024,
  • अपडेटेड 8:27 AM IST

মোহনবাগান দলে যোগ দিলেন ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। চোট সারিয়ে আনোয়ার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন সবুজ-মেরুন সমর্থকরা। জুয়ান ফেরান্দোকে সরিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে কোচ করেছে মোহনবাগান। সুপার কাপের আগে আনোয়ার এসে যাওয়ায় অনেকটাই শক্তিশালি হবে মেরিনার্সদের ডিফেন্স।

আইএসএল-এর প্রথম পর্বে শেষ তিন ম্যাচ হেরে গিয়ে মোহনবাগান দল বেশ বিপাকে। সুপার কাপে ভাল পারফর্ম করে ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান। প্রথম পর্বের বেশকিছু ম্যাচে আনোয়ারকে না পেয়ে রক্ষণে সমস্যা দেখা গিয়েছিল মোহনবাগানের। তবে এবার এই ডিফেন্ডার ফেরত আসতে কিছুটা হলেও সেই সমস্যার সমাধান হল বলেই মনে করা হচ্ছে।  আসন্ন সুপার কাপে সাত জন ফুটবলারকে পাবেন না হাবাস। এই অবস্থায় দলের ছয় বিদেশি ভরসা। তাদেরও পারফরম্যান্স যে নজরদারিতে নেই তা কিন্তু নয়। সাদিকু, কামিন্স এমনকি হুগো বুমোসও ম্যানেজমেন্টের নজরদারিতে।

 

মোহনবাগান সুপারজায়ান্টকে নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে একজন ভারতীয় সাইডব্যাক লাগবে মোহনবাগানের। না হলে বিদেশি স্টপার খেলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সবুজ-মেরুনকে। মিডফিল্ড বা আক্রমণে শক্তি বাড়ানো যাচ্ছে না। খেলাতেও তার প্রভাব পড়ছে। সেই সমস্যা কাটাতে মরিয়া মোহনবাগান।    

পাওয়া যাবে সাহালকে?
সেন্ট্রাল মিডফিল্ডারের অভাবে ভুগতে হচ্ছে মোহনবাগানকে। প্রতিপক্ষের বক্সে আক্রমণ তুলে নিয়ে যেতে গেলে মাঝে এমন কাউকে দরকার যে বল ধরে ফাঁকা জায়গায় দিতে পারবে। তবে সাহাল বা জনি কাউকো না থাকায় সেটা হচ্ছে না। দুই জনেরই চোট রয়েছে। এই মরসুমে সেই চোট কাটিয়ে তিনি ফিরতে পারবেন না কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবুও মোহনবাগান এখনও আশাবাদী। এর মাঝেই আনোয়ারের চোট সারিয়ে ফেরত আসা বাড়তি আশা জাগাচ্ছে মোহনবাগান সমর্থকদের। সুপার কাপের আগে তো বটেই।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement