Advertisement

সমুদ্র সৈকতে লাস্যময়ী নাচ এই মহিলার! চেনেন নাকি? VIDEO

চলতি আইপিএলে এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন চহ্বাল। এখনও পর্যন্ত এগারোটি ম্যাচে তিনি ১৬টি উইকেট শিকার করেছেন। তাঁর পারফরম্যান্সের উপর ভর করেই শেষ চারে যাওয়ার স্বপ্ন দেখছে বিরাট অ্যান্ড কোম্পানি। প্রসঙ্গত, বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ছবি দুটো ধনশ্রী ভার্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে (dhanashree9)ছবি দুটো ধনশ্রী ভার্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে (dhanashree9)
Aajtak Bangla
  • দুবাই,
  • 26 Oct 2020,
  • अपडेटेड 6:06 PM IST
  • ভিডিওটি যুজবেন্দ্র চহ্বালের বাগদত্তা ধনশ্রী ভার্মার
  • আইপিএল দেখতে ধনশ্রী আপাতত আরব আমিরশাহীতে আছেন
  • আইপিএল পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

পড়ন্ত বিকেল। নরম রোদ তখন লিকার চায়ের রং ধরেছে। সমুদ্রের ঢেউ একের পর এক ভিজিয়ে যাচ্ছে নোনা বালিকে। আর এই সমুদ্রতটেই লাস্যময়ী নাচে মেতে উঠলেন এই মহিলা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কিন্তু কে এই মহিলা? আপনি কি চেনেন? যদি চিনে থাকেন তো ভালো, নাহলে আপনাকে বাকিটুকু পড়তেই হবে।

ইনি হলেন ভারতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চহ্বালের হবু স্ত্রী। নাম ধনশ্রী ভার্মা। বর্তমানে যুজবেন্দ্র কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে ক্রিকেট খেলছেন। প্রতিযোগিতা যখন শুরু হয়েছিল চাহাল তখন একাই পাড়ি দিয়েছিলেন সুদূর আমিরশাহিতে৷ কিন্তু লিগ যখন মাঝপথে ঠিক তখনই সেখানে হাজির হবু স্ত্রী ধনশ্রী। ক্রিকেট খেলা দেখার পাশাপাশি তিনি আপাতত চুটিয়ে মজা করছেন। 

চলতি আইপিএলে এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন চহ্বাল। এখনও পর্যন্ত এগারোটি ম্যাচে তিনি ১৬টি উইকেট শিকার করেছেন। তাঁর পারফরম্যান্সের উপর ভর করেই শেষ চারে যাওয়ার স্বপ্ন দেখছে বিরাট অ্যান্ড কোম্পানি। প্রসঙ্গত, বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

আরও পড়ুন

তবে এই নাচই নয়, কয়েকদিন আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ধনশ্রী। কোনও খবর না দিয়েই তিনি সোজা টিম হোটেলে চলে গিয়েছিলেন। সেখানে তাঁর হবু স্বামী যুজবেন্দ্রকে কার্যত অবাক করে দেন। এই ভিডিওটিও টুইট করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখা যাচ্ছে যুজবেন্দ্র তাঁর হোটেলের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন নিজের ঘরে। ঠিক এই সময় বাইরে থেকে দরজায় কলিংবেল বাজান ধনশ্রী।

যেই না ধনশ্রীকে দেখেন যুজবেন্দ্র, তিনি কার্যত হতবাক হয়ে যান। কারণ ১১ অক্টোবর ধনশ্রীর আসার কথা ছিল। হবু স্বামীকে অবাক করতেই যে তিনি এসেছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে যুজ়ির অভিব্যক্তি ছিল দেখার মতো। এই মিষ্টি ভিডিওয় তাঁর সমর্থকেরাও চুটিয়ে কমেন্ট করেছেন।

Advertisement

প্রসঙ্গত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। সেইসঙ্গে এও লেখা হয়, "চহ্বালের এই চওড়া হাসি দেখেই বোঝা যায়, তিনি মাঠের বাইরেও কেন এত খুশিতে থাকেন।" ভিডিওতে দেখা গেছে যে ধনশ্রী ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, যুজ়ির সঙ্গে বহুকাল পরে তাঁর দেখা হল।

Read more!
Advertisement
Advertisement