Advertisement

KKR: নাগরিকত্ব তার দুই দেশের, সেই বিধ্বংসী অলরাউন্ডার এবার নাইট রাইডার্সে

অপেক্ষা মাত্র কয়েকদিনের।  শুরু হতে চলেছে মেগা টি-২০ (T20) ক্রিকেট লিগ আইপিএল (IPL)। সমস্ত দলই নিজেদের মতো করে অনুশীলনে ব্যাস্ত। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) এই মরশুমে তাদের স্কোয়াডে রয়েছেন ডেভিড উইজ (David Wiese)। তার জন্ম দক্ষিণ আফ্রিকাতে হলেও, বর্তমানে খেলেন নামিবিয়া ক্রিকেট দলের (Namibia Cricket Team) হয়ে। ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। ব্যাটিং এবং রাইট আর্ম মিডিয়াম ফার্স্ট বোলিং, দুইদিকেই পারদর্শী এই ৩৭ বছর বয়সী তারকা। 

ডেভিড উইজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2023,
  • अपडेटेड 10:32 PM IST
  • কেকেআর-এ নতুন অলরাউন্ডার
  • ডেভিড উইজকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

অপেক্ষা মাত্র কয়েকদিনের।  শুরু হতে চলেছে মেগা টি-২০ (T20) ক্রিকেট লিগ আইপিএল (IPL)। সমস্ত দলই নিজেদের মতো করে অনুশীলনে ব্যাস্ত। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) এই মরশুমে তাদের স্কোয়াডে রয়েছেন ডেভিড উইজ (David Wiese)। তার জন্ম দক্ষিণ আফ্রিকাতে হলেও, বর্তমানে খেলেন নামিবিয়া ক্রিকেট দলের (Namibia Cricket Team) হয়ে। ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। ব্যাটিং এবং রাইট আর্ম মিডিয়াম ফার্স্ট বোলিং, দুইদিকেই পারদর্শী এই ৩৭ বছর বয়সী তারকা। 

টি-২০ ফরম্যাটে উইজের পারফরম্যান্স বেশ নজরকাড়া। স্ট্রাইকরেটই প্রমাণ দেবে সেটা, ১৪৩.৩৬। ফলে বোঝাই যাচ্ছে যে, ঝোড়ো গতির ব্যাটসম্যান। আর আইপিএলের স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটসম্যানদের দুরন্ত ব্যাটিং দেখার জন্যই অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা (Cricket fans)। 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) খেলেছেন সেন্ট লুসিয়া কিংস (St. Lucia Kings) এবং বার্বাডোজ (Barbados Tridents) ট্রাইডেন্টসের হয়ে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা এ (South Africa Cricket A Team) ক্রিকেট দলেও খেলেছেন চুটিয়ে। কুড়ি বিশের ক্রিকেট লিগে হাঁকিয়েছেন ২৫৭টি চার এবং ১৯৭টি ছয়। অতএব বোঝাই যাচ্ছে যে, কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্ট বাছাই করেই দলে নিয়েছেন এহেন অলরাউন্ডারকে। আর সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) লাহোর কোয়ালান্ডার্সের (Lahore Qalandars) হয়ে তার পারফরম্যান্স রীতিমতো ভরসা জোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। পিএসএল (PSL) ফাইনালে লাহোরের হয়ে প্রথম উইকেট তার দখলেই ছিল। এছাড়াও স্লগ ওভারে বেশ ভালো সার্ভিস দিয়ে থাকেন দলকে। অতএব কেকেআর-এর হয়েও  এই “টিম ম্যান”ডেভিড উইজ (David Wiese) কি বড় ভরসার জায়গা হয়ে উঠতে পারবেন কেকেআর দলের? সময় সেই উত্তর দেবে।  

ডেভিড উইজের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, তিনি খুব ভালো দলকে তাতাতে পারেন। অর্থাৎ, একটি দলে অধিনায়ক বাদ দিয়েও এমন কেউ যিনি দলকে একসূত্রে বাঁধতে সাহায্য করেন। আইপিএলে (IPL) এর আগে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে। তার আইপিএল (IPL) ক্যারিয়ারের সর্বোচ্চ রান ৪৭ এবং হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ১৬টি। 

Advertisement

ফলে আসন্ন আইপিএলে (IPL 2023) উইজ ম্যাজিক কি দেখা যাবে? সময় বলবে 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement