Advertisement

Visakhapatnam ODI: বিরাটের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, মিনিটে টিকিট বিক্রি বিশাখাপত্তনম ম্যাচের

ভারত এবং দক্ষিণ আফ্রিকা শনিবার আবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। ৬ ডিসেম্বর খেলাটি হবে বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই.এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিও ক্রিকেট স্টেডিয়াম। আর এই ম্যাচেও যে আকষর্ণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি, সে কথা তো বলাই বাহুল্য! আসলে তিনি এখন দারুণ ফর্মে রয়েছেন। রাঁচি ওডিআই-তে কোহলি করেছেন ১৩৫। আর রায়পুরের ওডিআই-তে ১০২ রান করেছেন। যার জন্য তাঁর দিকেই রয়েছে সমস্ত ফোকাস। সেই কারণে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই দ্রুত বিক্রি হয়ে যায় টিকিট। মাত্র ১ মিনিটেই টিকিট বিক্রি হয়ে যায় বলে জানা গিয়েছে।

বিশাখাপত্তনমের একদিনের ম্যাচবিশাখাপত্তনমের একদিনের ম্যাচ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 1:14 PM IST
  • ভারত এবং দক্ষিণ আফ্রিকা শনিবার আবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে
  • ৬ ডিসেম্বর খেলাটি হবে বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই.এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিও ক্রিকেট স্টেডিয়াম
  • আর এই ম্যাচেও যে আকষর্ণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি

ভারত এবং দক্ষিণ আফ্রিকা শনিবার আবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। ৬ ডিসেম্বর খেলাটি হবে বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই.এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিও ক্রিকেট স্টেডিয়াম। আর এই ম্যাচেও যে আকষর্ণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি, সে কথা তো বলাই বাহুল্য! আসলে তিনি এখন দারুণ ফর্মে রয়েছেন। রাঁচি ওডিআই-তে কোহলি করেছেন ১৩৫। আর রায়পুরের ওডিআই-তে ১০২ রান করেছেন। যার জন্য তাঁর দিকেই রয়েছে সমস্ত ফোকাস। সেই কারণে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই দ্রুত বিক্রি হয়ে যায় টিকিট। মাত্র ১ মিনিটেই টিকিট বিক্রি হয়ে যায় বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এখনও বিরাট কোহলিই দর্শকদের মাঠে টেনে নিয়ে যান। তাঁর খেলা দেখার জন্যই মুখিয়ে থাকেন সকলে। আর সেই কিং কোহলি ভাল ফর্মে থাকার জন্য নিমেষে টিকিট বিক্রি হয়ে গেল। যার ফলে সিরিজের ফয়সলার হাই প্রোফাইল ম্যাচে মাঠ সম্পূর্ণ ভরা থাকবে। সেখানে উঠবে বিরাট... বিরাট রব।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ২৮ নভেম্বর প্রথমবারের জন্য টিকিট বিক্রি করা শুরু হয়েছিল। তবে বিক্রি হচ্ছিল খুবই ধীর গতিতে। তবে বিরাট রাঁচিতে সেঞ্চুরি হাঁকানোর পরই টিকিট কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ১ এবং ৩ ডিসেম্বর ১ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় টিকিট। আর এই ম্যাচের টিকিটের দাম ১২০০ থেকে ১৮০০০ টাকা পর্যন্ত রয়েছে। আর সব ধরনের টিকিটের বিক্রিই শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

অন্ধপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া এবং অপারেশন টিমও মনে করে কোহলির সেঞ্চুরিই খেলা ঘুরিয়ে দিয়েছে। বাড়িয়েছে টিকিট বিক্রি। অপারেশন টিমের সদস্য ওয়াই ভেঙ্কটেশ বলেন, 'প্রথম দিকে খুবই ধীর গতিতে বিক্রি হচ্ছিল টিকিট। তবে রাঁচিতে বিরাট কোহলি সেঞ্চরি করার পর দ্বিতীয় এবং তৃতীয় ফেজে মিনিটের বিক্রি হয়ে গিয়েছে টিকিট।'

তবে মাথায় রাখতে হবে, বিরাট কোহলি এবং রুতুরাজের সেঞ্চুরির পরও গত ম্যাচে হেরেছে ভারত। ৩৫৮ রান করেও হারের মুখ দেখতে হয়েছে। যার ফলে দলের মনোবল কিছুটা রয়েছে কম। তবে যতক্ষণ টিমে কোহলি রয়েছেন, ততক্ষণ রয়েছে আশ। সকলেই বিশ্বাস করেন, এই মহা তারকা, যখন-তখন খেলা ঘুরিয়ে দিতে পারেন। তাই তার দিকে বাড়তি নজর রয়েছেই। এখন দেখার শেষ ম্যাচে তিনি কী করেন! তাঁর ব্যাট থেকে আবারও একটা সেঞ্চুরি বেরিয়ে আসে কি না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement