Advertisement

Durand Cup: ডুরান্ডের কঠিন ম্যাচ মোহনবাগানের, ইস্টবেঙ্গলের সামনে কারা?

সোমবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। ঠিক করা হয়েছিল, কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলকে দু’টি পটে ভাগ করে লটারি করা হয়। পট ১-এ ছিল চারটি দল। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরল এফসি ও ছিল এই পটে। অপর পটে আরও চারটি দল হল, এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়েন এফসি।

ইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2023,
  • अपडेटेड 4:31 PM IST

সোমবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। ঠিক করা হয়েছিল, কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলকে দু’টি পটে ভাগ করে লটারি করা হয়। পট ১-এ ছিল চারটি দল। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরল এফসি ও ছিল এই পটে। অপর পটে আরও চারটি দল হল, এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়েন এফসি।
 

কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান?
মঙ্গলবার ডুরান্ড কাপের ড্র অনুষ্ঠিত হয়। অনেকেই প্রত্যশা করেছিলেন, আরও একবার ডার্বি দেখতে পাওয়া যাবে। তবে তা হয়নি। ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলা। প্রথমদিন আর্মি রেডের বিরুদ্ধে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড। ২৫ আগস্ট গোকুলাম কেরল এফসি-র বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ২৬ আগস্ট এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে চেন্নাইয়েন এফসি। এর পরেরদিন মুম্বই সিটি এফসি খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট। সমস্ত ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। মোহনবাগান ও ইস্টবেঙ্গল কলকাতায় খেলবে। তবে বাকি দুই ম্যাচ হবে গুয়াহাটিতে।


ইস্টবেঙ্গল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেলেও, মোহনবাগানের সামনে বেশ কঠিন লড়াই। মুম্বই সিটি এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। অন্যদিকে গোকুলামে যোগ দিচ্ছেন কমরন তুরশনভ। অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারেন তিনিও। ফলে কিছুটা সতর্ক থাকতে হবে লাল-হলুদকে। কমরন এর আগেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে খেলেছেন। আইলিগ জেতারও রেকর্ড রয়েছে তাঁর। 


বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করার ফলে কাজটা কিছুটা কঠিন করে ফেলেছিল ইমামি ইস্টবেঙ্গল। যদিও এরপর দারুণ ভাবে ফিরে আসে কার্লেস কুয়াদ্রাতের দল। ডার্বিতে কঠিন প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়েন্টকে নন্দাকুমারের গোলে হারায় লাল-হলুদ। গ্ৰুপের শেষ ম্যাচে পঞ্জাব এফসিকে ২ গোলে হারিয়ে নক আউট নিশ্চিত করে তারা।

Advertisement


অন্যদিকে মোহনবাগান প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে হারানোর পর পঞ্জাব এফসিকেও হারায় জুয়ান ফেরান্দ ছেলেরা। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের ফলে ছন্দ কিছুটা কেটে যায়। শেষ অবধি মহামেডানের ওপর নির্ভর করছিল মোহনবাগানের ভাগ্য। তারা জামশেদপুর এফসিকে সাত গোলে হারাতে না পারায় কোয়ার্টার ফাইনালে ওঠে সবুজ-মেরুন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement