Advertisement

Durand Cup Mohun Bagan: মুম্বই ম্যাচের আগে খারাপ খবর মোহনবাগানে, খেলতে পারবেন না এই তারকা

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের সামনে মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের মূলপর্বে পৌঁছে গেলেও, এই লড়াইটা একেবারে সহজ হবে না। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো নয় সবুজ-মেরুনের। তবে সেসব কথা মাথায় রাখতে চান না সবুজ-মেরুন কোচ। 

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2023,
  • अपडेटेड 10:42 AM IST

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের সামনে মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের মূলপর্বে পৌঁছে গেলেও, এই লড়াইটা একেবারে সহজ হবে না। মুম্বইয়ের বিরুদ্ধে পরিসংখ্যান ভালো নয় সবুজ-মেরুনের। তবে সেসব কথা মাথায় রাখতে চান না সবুজ-মেরুন কোচ। তবে চিন্তায় রাখছে ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। তাঁর জায়গায় খেলবেন ভিক্টর উইস্তে।  


মোহনবাগান এএফসি কাপে খেললেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল গড়েছে মুম্বই। এই  ম্যা চ নিয়ে জুয়ান বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি এফসি। আমরা এএফসি কাপের জন্য দল তৈরি করেছি। দু’দলের কাছেই এটা ভাল একটা প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। মুম্বই শক্তিশালী প্রতিপক্ষ। ওদের দুটি উইং বেশ কার্যকর। ছাংতে, বিপিন, মেহতাব, আকাশদের মতো সফল ভারতীয় ফুটবলার আছে। স্টুয়ার্টের মতো ভাল মানের বিদেশি আছে। আমাদের দলও পরপর দুটো ম্যাচ খেলে অনেকটা তৈরি। ফলে খেলাটা হাড্ডাহাড্ডি হবে।‘ 


মুম্বইয়ের বিরুদ্ধে সাত ম্যাচের একটাও জিততে পারেনি মোহনবাগান। পাঁচটা হার আর দু’টো ড্র। তবে এবার জিততে মরিয়া মোহনবাগান। জুয়ান বলেন, ‘আমরা জেতার জন্য যতটুকু শক্তি খরচ করা যায় করব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে এই ম্যাচটা খেলতে নামার আগে মুম্বই প্রায় দশ দিন বিশ্রাম পেয়েছে। আমরা তিনদিন। তবুও আমরা আমাদের সেরা পারফরম্যান্সই দেব।‘ 

ডুরান্ডে নামলেও বাগানের আসল লক্ষ্যএ যে এএফসি কাপ, সেকথা জানাতে ভুললেন না জুয়ান। এই নিয়ে তিনি বলেন, ‘আমাদের আসল লক্ষ্য এএফসি কাপে ভাল ফল করা। সে জন্য চোট আঘাত বাঁচিয়ে খেলতে হবে। সেটা মাথায় রেখেই টিম নামাব। প্রাক মরশুম প্রক্রিয়া এখনও চলছে। ফুটবলারদের অনেকেই নতুন। বোঝাপড়া হতে একটু সময় লাগবে। শেষ দুটি ম্যাচে আমরা গুছিয়ে নিয়েছি অনেকটাই। আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। মুম্বইকে অনেকদিন হারাতে পারিনি বলে এবার হারাতে পারব না এরম ভাবার কোনও কারণ নেই। নতুন টিম, নতুন পরিবেশ, নতুন টুর্নামেন্ট। ফুটবলারদের মধ্যে মুম্বই-মিথ নিয়ে কোনও মেন্টাল ব্লকেজ নেই। সবথেকে বড় কথা এই দলের অনেকেই সবুজ-মেরুন জার্সি পরে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে। তারা সবাই জেতার জন্য মরিয়া থাকবে।‘
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement