Advertisement

Matches During Puja: অষ্টমীতে ভারতের ম্যাচ, লক্ষ্মীপুজোয় কলকাতা ডার্বি, ঠাকুর দেখবেন না খেলা?

পুজো শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর মধ্যেই শহরে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুজোর মধ্যেই ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। একই ভাবে রয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচও।

ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের পাশাপাশি ভারতীয় দলের ম্যাচও রয়েছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2023,
  • अपडेटेड 10:49 AM IST

পুজো শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর মধ্যেই শহরে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুজোর মধ্যেই ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। একই ভাবে রয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচও।
 

লক্ষ্মী পুজোর দিন ডার্বি
বৃহস্পতিবার আইএসএল-এর সূচি প্রকাশ হতে দেখা যায়, লক্ষ্মী পুজোর দিন প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে তার আগে সপ্তমীর দিন আরও একটা ম্যাচ রয়েছে লাল-হলুদের। সে দিন এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে কার্লেস কুয়াদ্রাতের দল। আবার নবমীর দিন মোহনবাগানের ম্যাচ রয়েছে। এখন প্রশ্ন হল পুজোর মধ্যে ঠাকুর দেখতে যাবেন না, প্রিয় দলের ম্যাচ দেখতে, খেলোয়াড়দের উৎসাহ যোগাতে মাঠে যাবেন? সোশ্যাল মিডিয়ায় কিন্তু এ নিয়ে ঝড় বয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন আইএসএল-এর সূচি নিয়ে। যদিও কলকাতার দুই ক্লাব এখনও অবধি আপত্তি জানায়নি।
 

বিশ্বকাপের ম্যাচ পুজোর মধ্যে
এবারের পুজোর সময়ই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মহালয়া, পঞ্চমী এবং অষ্টমীতে ভারতের ম্যাচ রয়েছে। তবে কোনটাই কলকাতায় নয়। রোহিত শর্মারা যখন মাঠে নামবেন, তখন কি টিভি বা মোবাইলের সামনে বসতে পারবেন ক্রিকেট ফ্যানরা। নাকি ওই চারদিন পুজোর আনন্দেই মেতে থাকবেন তাঁরা? লক্ষ্মীপুজোর দিন  ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ বিশ্বকাপের খেলা রয়েছে। বিশ্বকাপে এটাই কলকাতায় প্রথম ম্যাচ। তুলনায় কম ওজনের দুই দেশ মুখোমুখি হলেও সেই ম্যাচ দেখতে দর্শকদের প্রবল আগ্রহ। প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।   
 

নিরাপত্তা নিয়ে প্রশ্ন
যুবভারতীর আশেপাশে কোনও বড় পুজো নেই। ফলে যানজটের সমস্যা হওয়ার কথা নয়। তবে অনেকেই ইস্টার্ন মেট্রোপিলিটন বাইপাস (ইএম বাইপাস) বা ভিআইপি রোড ধরে খেলা দেখতে আসবেন। তাঁদের কিছুটা যানজটের মধ্যে পড়তে হতে পারে। কারণ, ভিআইপি রোড়ে শ্রীভূমী স্পোর্টিং ক্লাব, দমদম পার্কে বড় পুজো হয়। দক্ষিণ কলকাতার দিকেও অনেক বড় পুজো হয়। ফলে সেই অঞ্চলগুলিতেও জ্যাম হতে পারে। পাশাপাশি পুজোর মধ্যে এমন ম্যাচ থাকায়, নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement