Advertisement

East Bengal: ইস্টবেঙ্গল ক্লাবে লাউঞ্জ-পানশালা, মেনুতে কী কী থাকছে-দাম কেমন ?

East Bengal: ইস্টবেঙ্গলে পানশালা। বিদেশি বিভিন্ন ক্লাবের ধাঁচে লাল-হলুদের পানশালা নিয়ে উন্মাদনা কলকাতা ময়দানে। অনেকেই ক্লাবের এই কঠিন সময় এমন উদ্যোগ নিয়ে সমালোচনা করলেও তা অগ্রাহ্য করেই আধুনিকতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। কী কী থাকছে লাউঞ্জে?

ইস্টবেঙ্গল ক্লাবে লাউঞ্জ-পানশালাইস্টবেঙ্গল ক্লাবে লাউঞ্জ-পানশালা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2023,
  • अपडेटेड 8:45 AM IST

ইস্টবেঙ্গলে পানশালা। বিদেশি বিভিন্ন ক্লাবের ধাঁচে লাল-হলুদের পানশালা নিয়ে উন্মাদনা কলকাতা ময়দানে। অনেকেই ক্লাবের এই কঠিন সময় এমন উদ্যোগ নিয়ে সমালোচনা করলেও তা অগ্রাহ্য করেই আধুনিকতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
কী কী থাকছে লাউঞ্জে?

 

 

আরও পড়ুন

লাউঞ্জে থাকছে পানীয় খাওয়ার সুযোগ। দাম অন্যান্য বার বা পানশালার থেকে বেশ কিছুটা কম। থাকছেন দারুণ কিছু খাবার দাবার খাওয়ার সুযোগও। মেনুতে রয়েছে, চিকেন ওরলি, চিকেন কাটলেট, ফিস ফ্রাই এমনকি ক্যারামেল কাস্টার্ড-এর মতো ডিসের্টও। মদের দাম অন্য যে কোনও বারের তুলনায় কম বলেই দাবি সুরাপ্রেমীদের।

 


 

কারা আসতে পারবেন লাউঞ্জে?
অবশ্যই ক্লাবের সদস্যদের জন্য খোলা থাকবে এই লাউঞ্জ। যদিও সদস্যদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা অন্যরাও আসতে পারবেন এই লাউঞ্জে। এমনটাই জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। দুপুর ১২টা থেকে খোলা হবে এই লাউঞ্জ। রাত অবধি খোলা থাকবে এই লাউঞ্জ।  চার বছর আগেই আবগারি দপ্তর থেকে এই লাউঞ্জ করার অনুমতি পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। যদিও বেশ কিছুটা সময় লেগে গেল এই লাউঞ্জের উদ্বোধন করতে। ইস্টবেঙ্গল কর্তারা এই লাউঞ্জকে তাঁদের স্বপ্নের প্রজেক্ট বলেও উল্লেখ করেছেন এই অনুষ্ঠানে। লাউঞ্জের উদ্বোধন করেন মহানাগরিক ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাক্তন ফুটবলাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়ও। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আইএফএ কর্তা অজিত বন্দোপাধ্যায়।

Read more!
Advertisement
Advertisement