Advertisement

East Bengal Club: ইস্টবেঙ্গল কোচ হচ্ছেন আলেজান্দ্রো? 'See you soon...' ট্যুইটে জল্পনা

জন্মদিনে অসংখ্য লাল-হলুদ সমর্থকের শুভেচ্ছা বার্তা পেয়ে টুইট করেছেন আলেজান্দ্রো। আর তাতেই এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। টুইট করে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ লিখেছেন, 'ধন্যবাদ ইস্টবেঙ্গল ফ্যানদের আমার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। আশা করছি খুব দ্রুত দেখা হবে।' টুইটের এই শেষ অংশ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তবে কি আবার ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন 'আলে স্যার'? এখনই কিছু বলার সময় আসেনি।

আলেজান্দ্রো গার্সিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2022,
  • अपडेटेड 1:55 PM IST
  • ফের ইস্টবেঙ্গলে আলেজান্দ্রো?
  • টুইটে জল্পনা

ইস্টবেঙ্গলের কোচ কে হতে পারেন? ইমামির চুক্তি সই হওয়া প্রায় নিশ্চিত। এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে সই হতে পারে চুক্তি। এই সমস্যা কেটে যাওয়ার পর কোচ কে হবেন তা নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল সমর্থকরা। শোনা যাচ্ছে, কোচের ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখেছেন ইমামি কর্তারা। ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন কোচকেই তাঁদের পছন্দ। চেষ্টা করা হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসকে আনার। তবে সেক্ষেত্রে অনেক টাকা খরচা করতে হত কর্তাদের। ইস্টবেঙ্গলে কী আবার ফিরতে চলেছেন আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া? 

জন্মদিনে অসংখ্য লাল-হলুদ সমর্থকের শুভেচ্ছা বার্তা পেয়ে টুইট করেছেন আলেজান্দ্রো। আর তাতেই এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। টুইট করে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ লিখেছেন, 'ধন্যবাদ ইস্টবেঙ্গল ফ্যানদের আমার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। আশা করছি খুব দ্রুত দেখা হবে।' টুইটের এই শেষ অংশ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তবে কি আবার ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন 'আলে স্যার'? এখনই কিছু বলার সময় আসেনি।

আরও পড়ুন: ডায়মন্ড ম্যাচে প্রথম গোলটি করেছিলেন, আজও আবেগী 'ডায়মন্ড কাটার' নাজিমুল

কোয়েস ইস্টবেঙ্গলের সময় দেড় মরশুম কোচ ছিলেন আলেজান্দ্রো। বোরহা ফার্নান্দেজ-কাসিম আইদারাদের কোচ প্রথম মরশুমে ভারতে এসে ইস্টবেঙ্গলকে আই লিগ জয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিলেন। মাত্র কয়েক পয়েন্টের জন্য সেই স্বপ্ন পূরন হয়নি। পরের বছর যদিও ভাল পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে মরশুমের মাঝেই ক্লাব ছেড়ে চলে যান তিনি। ফের একবার লাল-হলুদ আসতে পারেন স্প্যানিশ কোচ। 

আরও পড়ুন: রয় কৃষ্ণ-উইলিয়ামসদের বিকল্প কে? হন্যে হয়ে খুঁজছে ATK মোহনবাগান

তবে এই সমস্ত কিছুর মাঝেই ইস্টবেঙ্গল কর্তা থেকে সমর্থক সকলেরই চিন্তা চুক্তি সই ও দল গঠন নিয়ে। চুক্তি সইয়ের সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন দেবব্রত সরকার। আগামী সপ্তাহে সই হয়ে যেতে পারে চুক্তি। তারপরেই শুরু হবে দল গঠন। তবে দলে ভাল ফুটবলারদের পাওয়া যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা থাকছে। এর মাঝেই উমিদ সিংকে নিয়ে সমস্যা হচ্ছে। বকেয়া টাকা না পাওয়ায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন উমিদ। ফলে ট্রান্সফার ব্যানের খাড়া ঝুলতে থাকে ইস্টবেঙ্গলের সামনে। টাকা দিতে রাজি হলেও এখনও ইরানে সেই টাকা পাঠান যাচ্ছে না। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।                      

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement