Advertisement

East Bengal Coach Carles Cuadrat: 'ওরা আমার দুঃস্বপ্নে আসে...' রেফারিদের নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ

ভারতীয় রেফারিদের নিয়ে দুঃস্বপ্ন দেখেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। আইএসএল আসায় ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হয়েছে বলে বিশ্বাস করলেও, রেফারিরা সেই একই জায়গায় থেকে গিয়েছেন বলে মত তাঁর। সেই কারণে প্রতিটি ক্লাবকেই ভুগতে হচ্ছে। তিনি বলেন, 'আমি মনে করি ISL খুব ভালো কাজ করছে তাই ফুটবলের উন্নতি হচ্ছে। তবে একইসঙ্গে রেফারিং একটা বড় ইস্যু এবং এটার উন্নতি হচ্ছে না। আমার কাছে, মরশুম শেষ। আমরা লাইন ক্রস করেছি। কিছু সিদ্ধান্ত ম্য়াচের ফলের উপর প্রভাব ফেলেছে। শেষ পাঁচটা ম্যাচে মোট তিনবার আমাদের সঙ্গে এরকম হয়েছে।' রেফারির ভুল সিদ্ধান্তের জন্যই লাল হলুদ হেরেছে বলে মন্তব্য করেন কুয়াদ্রাত।

কার্লেস কুয়াদ্রাত ও রেফারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2024,
  • अपडेटेड 9:02 AM IST

ভারতীয় রেফারিদের নিয়ে দুঃস্বপ্ন দেখেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। আইএসএল আসায় ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হয়েছে বলে বিশ্বাস করলেও, রেফারিরা সেই একই জায়গায় থেকে গিয়েছেন বলে মত তাঁর। সেই কারণে প্রতিটি ক্লাবকেই ভুগতে হচ্ছে। তিনি বলেন, 'আমি মনে করি ISL খুব ভালো কাজ করছে তাই ফুটবলের উন্নতি হচ্ছে। তবে একইসঙ্গে রেফারিং একটা বড় ইস্যু এবং এটার উন্নতি হচ্ছে না। আমার কাছে, মরশুম শেষ। আমরা লাইন ক্রস করেছি। কিছু সিদ্ধান্ত ম্য়াচের ফলের উপর প্রভাব ফেলেছে। শেষ পাঁচটা ম্যাচে মোট তিনবার আমাদের সঙ্গে এরকম হয়েছে।' রেফারির ভুল সিদ্ধান্তের জন্যই লাল হলুদ হেরেছে বলে মন্তব্য করেন কুয়াদ্রাত।

এরপরেই বিস্ফোরক মন্তব্য করে বসেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, 'আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যে রাহুলকুমার গুপ্তা থাকেন। যিনি ক্রিস্টাল জনকে ব্যাখ্যা করছেন যে কেন নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। আর ক্রিস্টাল জন রাহুল কুমারের কাছে ব্যাখ্যা করছেন যে চিমার সময় রাকিপের বিরুদ্ধে কেন ফাউল দিয়েছেন। এটা ভয়ংকর দুঃস্বপ্ন (নাটুকে অভিনয় করে)। হাস্যকর। লাগাতার (এটা হয়ে আসছে)। আমাদের এই ধারা পালটাতে হবে। আমি ইতিবাচক দিক থেকেই এটা বলছি।' 

খারাপ রেফারিং সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন। তিনি বিশ্বাস করেন ইস্টবেঙ্গলের এখনও শেষ ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। সেই জন্য বাকি ম্যাচগুলোতে হার না মানা মনোভাব দেখিয়ে ফুটবল খেলতে হবে। রেফারি নিয়ে ক্ষোভ কমেনি কুয়াদ্রাতের। তিনি আরও বলতে থাকেন,'আমি যদি ভুল করি, তাহলে আমি বার্সেলোনায় থাকব বেকার হয়ে। কিন্তু রেফারিরা প্রতিদিন ভুল করছে। এটা পুরো পরিষ্কার যে আমাদের পুরো সিস্টেম বদলাতে হবে। আর সিস্টেমের উপরে কে আছেন? ট্রেভর কেটেল। ওনার ভিডিও দেখলে দেখা যাবে ওনার ফুটবলের প্রতি কোনও সম্মান নেই। তাহলে রেফারিদের আর কী বলতে পারি।' 

Advertisement

রেফারিদেরও চাকরি থেকে বরখাস্ত করা উচিত বলে তিনি মনে করেন। কুয়াদ্রাত বলেন, 'আমরা পেশাদার। কোচ বা প্লেয়ার খারাপ করলে কোচকে সরানো হয় আর প্লেয়ারকে লোনে পাঠানো হয়। তাহলে রেফারিদের ক্ষেত্রে সেটা কেন হবে না? ওরাও তো পেশাদার, ওদেরও চাকরি যাওয়া উচিত।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement