Advertisement

East Bengal: প্রি সিজনের পরেও কেন এত চোট? ভারতীয় ফুটবলাদের নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ

আইএসএল (ISL 2024) শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। ডুরান্ড কাপে (Durand Cup 2024) দলের ব্যর্থতা কাটিয়ে উঠিয়ে প্লে অফে পৌঁছানোই একটা বড় চাপ ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে। ডুরান্ডে দলের ডিফেন্স বেশ ভুগিয়েছিল কোচ কার্লেস কুয়াদ্রাতকে (Carles Cuadrat)। তার সঙ্গে চোটের কারণে বারবার সমস্যায় পড়তে হচ্ছে দলকে। দীর্ঘ প্রিসিজন করার পরেও কেন চোট হচ্ছে? এ নিয়ে বিস্ফোরক লাল-হলুদ কোচ। 

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2024,
  • अपडेटेड 6:40 PM IST

আইএসএল (ISL 2024) শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। ডুরান্ড কাপে (Durand Cup 2024) দলের ব্যর্থতা কাটিয়ে উঠিয়ে প্লে অফে পৌঁছানোই একটা বড় চাপ ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে। ডুরান্ডে দলের ডিফেন্স বেশ ভুগিয়েছিল কোচ কার্লেস কুয়াদ্রাতকে (Carles Cuadrat)। তার সঙ্গে চোটের কারণে বারবার সমস্যায় পড়তে হচ্ছে দলকে। দীর্ঘ প্রিসিজন করার পরেও কেন চোট হচ্ছে? এ নিয়ে বিস্ফোরক লাল-হলুদ কোচ। 

কেন বারাবার চোটের কবলে ফুটবলাররা? 
ডুরান্ড ব্যর্থতা কাটিয়ে দ্রুত ফিরতে মরিয়া কুয়াদ্রাতের দল। তবে চোট সমস্যা ভোগাচ্ছে তাদের। যদিও এবার অজুহাত দিতে রাজি নন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তবে বুধবার তিনি যা বললেন তা থেকে নতুন বিতর্ক হতেই পারে। কার্লেস বলেন, 'আমি বুঝতে পারছি ফ্যানরা আবেগপ্রবণ। কারণ আমরা ফুটবল ভালবাসি। আমিও ফ্যান। আমাদের দলে বড় কোনও সমস্যা নেই। নিশু কুমার আর প্রভাত লাকরার চোট ছাড়া বড় কোনও সমস্যা নেই।' তবে বারবার ম্যাচ খেলতে নেমেই চোট পাচ্ছেন কেন ফুটবলাররা? কার্লেস বলেন, 'ভারতীয় ফুটবলারদের মরসুম শেষ করার পর, শৃঙ্খলার মধ্যে থাকার অভ্যেস নেই। ফলে ট্রেনিং আর রুটিন ঠিকভাবে মেনে চলা কঠিন হয়ে যায়। যারা জাতীয় দলের হয়ে খেলে তারা নিয়মের মধ্যে থাকলেও, বাকিরা সুযোগ পান না নিয়মিত অনুশীলন করার। এটাই শুরুতে সমস্যা সৃষ্টি করেছিল, কিন্তু আমি এখন আমার স্কোয়াড নিয়ে খুশি।'

শিবির পরিবর্তন করে চাপে ইউস্তে?
আগের মরসুমেই দুই ডিফেন্ডার হেক্টর ইউস্তে (Hector Yuste) ও আনোয়ার আলি (Anwar Ali) ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টে এবার শিবির পরিবর্তন করে ইস্টবেঙ্গলে দুই তারকা। ফর্ম আগের মতোই থাকবে বলেই মনে করেন ইয়ুস্তে। বুধবার স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ' আমি পেশাদার ফুটবলার। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন দলে আসতেই হত। ইস্টবেঙ্গল আমাকে অফার করেছে আমি এই ক্লাবে আসতে পেরে খুশি। প্রচুর মানুষ এই ক্লাবের ফ্যান। আমি এই শহরে ফিরে এসেছি কারণ কলকাতা আমার আর আমার স্ত্রীর কাছে খুব প্রিয়।' 

Advertisement

আনোয়ার সেরা ডিফেন্ডার
আনোয়ারের সঙ্গে জুটি নিয়েও মুখ খুলেছেন হেক্টর। আনোয়ারকে নিয়ে চিন্তিত ছিলেন তিনি। বলেন, 'আমি স্পেনে ছিলাম। সেখানেই দেখেছি ব্যাপারটা। আমার মতে, আনোয়ার আইএসএল-এর সেরা ডিফেন্ডার। আমরা খুব ভাগ্যবান ওকে দলে পেয়ে। আমি খুশি যে ও আমার সঙ্গে খেলবে। আনোয়ার দুর্দান্ত ফুটবলার।'
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement