Advertisement

East Bemgal: সেরা ফুটবলার নিতে ইস্টবেঙ্গলের বাজেট বাড়বে? মুখ খুললেন ইমামি কর্তা

ইস্টবেঙ্গল (East Bengal) দলের বাজেট বাড়ছে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল ইমামি-ইস্টবেঙ্গলের (Emami East Bengal) বোর্ড মিটিং-এ। তবে ঠিক কত পরিমান বাড়ছে সেই বিষয় কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। পরের মরশুমের দল গঠনের জন্য আগামী শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) ফের বৈঠকে বসবে ইমামি ইস্টবেঙ্গল। দুই পক্ষই একটা ব্যাপারে সম্মত হয়েছে, এবারে ভালো দল গড়ে আইএসএল-এ (ISL) খেলবে ইস্টবেঙ্গল। যদিও ভালো খেলতে গেলে ভালো দল গড়া প্রয়োজন। ইমামি কর্তাদের সাফ দাবি, শুধু টাকা থাকলেই ভালো দল হয় না। 

ইমামি ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 7:09 PM IST
  • বাজেট বাড়ানোর কথা বলেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা
  • শনিবার দল গঠন নিয়ে বৈঠকে বসবে ইমামি ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (East Bengal) দলের বাজেট বাড়ছে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল ইমামি-ইস্টবেঙ্গলের (Emami East Bengal) বোর্ড মিটিং-এ। তবে ঠিক কত পরিমান বাড়ছে সেই বিষয় কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। পরের মরশুমের দল গঠনের জন্য আগামী শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) ফের বৈঠকে বসবে ইমামি ইস্টবেঙ্গল। দুই পক্ষই একটা ব্যাপারে সম্মত হয়েছে, এবারে ভালো দল গড়ে আইএসএল-এ (ISL) খেলবে ইস্টবেঙ্গল। যদিও ভালো খেলতে গেলে ভালো দল গড়া প্রয়োজন। ইমামি কর্তাদের সাফ দাবি, শুধু টাকা থাকলেই ভালো দল হয় না। 

ইমামি কর্তাদের সঙ্গে সহমত ইস্টবেঙ্গল কর্তারাও। তবে ভালো দল গড়তে হবে বলেই জানিয়েছেন ক্লাব কর্তারা। মিটিং-এ এই ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, 'দল ভালো না করলে শুধু ইস্টবেঙ্গলের নাম খারাপ হচ্ছে এমনটা নয়, ইমামির নামটাও খারাপ হচ্ছে। এইটুকু বলতে পারি তারা ইতিবাচক ছিল। আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে আলোচনা হবে। ওরা বলেছে অর্থ সমস্যা হবে না, ভালো দল গড়াই লক্ষ্য।' যদিও কোনও পক্ষই টাকার পরিমান নিয়ে মুখ খুলতে নারাজ।

আরও পড়ুন: 'মোহনবাগান সচিবই ময়দানের পরিবেশ নষ্ট করছেন,' বিস্ফোরক ইস্টবেঙ্গল

গতকালই দলের বাজেট নিয়ে মুখ খুলেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কেন বার বার ব্যর্থ হতে হচ্ছে তা খুঁজে বের করতে আত্মসমীক্ষা করেছে ক্লাব। আর তাতেই নাকি খুঁজে পাওয়া গিয়েছে বাজেটের বিষয়টা। মোহনবাগানের সঙ্গে তাদের দলগঠনে ২০ কোটি টাকার ফারাক রয়েছে বলেই মত কর্তাদের। আর সেটাই নাকি মাঠের পারফরম্যান্সে পার্থক্য গড়ে দিচ্ছে। ব্যর্থতার দায় বিনিয়োগকারী সংস্থা ‘ইমামি’র উপর চাপিয়েছেন ক্লাব কর্তারা। প্রেস বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, 'আইএসএলে যারা ট্রফি জেতার লড়াইয়ে থাকে তারা ৪৫ থেকে ৬০ কোটি টাকার দল তৈরি করে। কিন্তু ইমামি ১৮ থেকে ২০ কোটি টাকার দল তৈরি করছে। দলগঠনে এই ২০ কোটি টাকার পার্থক্যটাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা দলগুলির সঙ্গে তাদের তফাত গড়ে দিচ্ছে। যারা টাকার ঝুলি নিয়ে নামছে তারাই চ্যাম্পিয়ন হচ্ছে।' এমনটাই দাবি ক্লাবের। বাজেট কম থাকায় ফুটবলারদের মানেও পার্থক্য হচ্ছে বলে জানিয়েছে তারা।   

Advertisement

আরও পড়ুন: 'IPL-র মতো নিলাম চাই,' ঘুরে দাঁড়াতেই দাবি ইস্টবেঙ্গলের, কী উদ্দেশ্য?

যদিও এদিন সুর নরম করলেন দেবব্রত সরকাররা। কারণ কিছুটা নমনীয় হয়েছেন ইমামি কর্তারাও। তাঁরাও জানিয়েছেন টাকাটা সব নয়, ভালো ফুটবলার জোগাড় করতে যা করতে হয় তারা করতে প্রস্তুত। আগামী শনিবার ক্লাবে ফের বৈঠক হবে। সেখানেই কোন কোন ফুটবলারকে টার্গেট করতে হবে তা ঠিক করা হবে। পাশাপাশি ঠিক হবে কোচের নামও।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement