Advertisement

East Bengal Club: মমতার মধ্যস্থতা, ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল

ইনভেস্টর সমস্যার সমাধান হল ইস্টবেঙ্গলের। ক্লাবের কর্তা দেবব্রত সরকার লাল-হলুদ সমর্থকদের কথা দিয়েছিলেন জুন মাসে সামার ট্রান্সফার উইন্ডো খোলার আগেই ইনভেস্টর সমস্যার স্মাধান হয়ে যাবে। ঠিক সেই মতোই নতুন ইনভেস্টর এল শতাব্দী প্রাচীন ক্লাবে।

মমতা বন্দোপাধ্যায় ও ইস্টবেঙ্গল ক্লাব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2022,
  • अपडेटेड 6:38 PM IST
  • ইমামির সঙ্গে যুক্ত হল ইস্টবেঙ্গল
  • মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় ফের নয়া ইনভেস্টর

ইমামির সঙ্গে গাঁটছড়া বাধল ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার নবান্নে, ইস্টবেঙ্গলের কর্তা, ইমামির (Emami Group) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইনভেস্টর সমস্যার সমাধান হল ইস্টবেঙ্গলের। ক্লাবের কর্তা দেবব্রত সরকার লাল-হলুদ সমর্থকদের কথা দিয়েছিলেন জুন মাসে সামার ট্রান্সফার উইন্ডো খোলার আগেই ইনভেস্টর সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক সেই মতোই নতুন ইনভেস্টর এল শতাব্দী প্রাচীন ক্লাবে। বৈঠকে উপস্থিত ছিলেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল।

শোনা যাচ্ছিল, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেই এবারের আইএসএল-এ খেলতে নামবে ইস্টবেঙ্গল। মঙ্গলবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ইনভেস্টর নয়, মালিক হিসেবেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চাইছে ইনভেস্টররা। তিনি একবারও গ্লেজার গোষ্ঠী বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম নেননি। তিনি জানিয়ে ছিলেন, অনেকের সঙ্গেই কথাবার্তা চলছে। ১০-১২ দিনের মধ্যেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তবে এতদিন অপেক্ষার প্রয়োজন পড়ল না। ফের একবার লাল-হলুদ জনতার সামনে ত্রাতার ভূমিকায় মমতা বন্দোপাধ্যায়। 

বিনিয়োগকারী সংস্থা নিয়ে অবশেষে স্বস্তি এল ইস্টবেঙ্গলে। পরের মরশুমে আইএসএল খেলা নিয়েও দূর হল জটিলতা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে বলেন, ''ইমামি আর ইস্টবেঙ্গল দুটোই শুরু 'ই' দিয়ে। আমার শুভেচ্ছা থাকল।'' তিনি আরও বলেন, ''আজ আপ্নারা সকলেই ক্রিকেট নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে বাংলার মানুষ শুধু ক্রিকেট নয়, ফুটবলকেও খুব ভালবাসে। ইস্টবেঙ্গল-মোহনবাগান ও মহামেডান রয়েছে। ইস্টবেঙ্গল ও ইমামি উভয়ই রাজি হয়েছে। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে সমস্যা হচ্ছিল সেটা সলভ হয়ে গেল।''      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement