Advertisement

East Bengal: টানা ৫ ম্যাচ হারে কোচ ছাঁটাইয়ের দাবি, বিকল্প হিসেবে কাকে পছন্দ ইস্টবেঙ্গল ফ্যানদের?

এফসি গোয়া (FC Goa) ম্যাচ হারের পর, উই ওয়ান্ট জাস্টিস (We Want Justice) স্লোগান। ক্লাবের জন্য বিচার চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) ফ্যানরা। ম্যাচ চলাকালীন দল যখন ৩-১ গোলে হারছে তখন থেকেই 'গো ব্যাক কার্লেস' স্লোগানে মুখর ছিলেন তাঁরা। আর ম্যাচ শেষ হতেই, যুবভারতীর সামনে ইএম বাইপাসের উপর চলে বিক্ষোভ। তাঁকে যদি ছাঁটাই করতে হয়, তা হলে কে এই ভাঙাচোরা দলের দায়িত্ব নেবেন?

Carles CuadratCarles Cuadrat
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2024,
  • अपडेटेड 9:19 AM IST

এফসি গোয়া (FC Goa) ম্যাচ হারের পর, উই ওয়ান্ট জাস্টিস (We Want Justice) স্লোগান। ক্লাবের জন্য বিচার চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) ফ্যানরা। ম্যাচ চলাকালীন দল যখন ৩-১ গোলে হারছে তখন থেকেই 'গো ব্যাক কার্লেস' স্লোগানে মুখর ছিলেন তাঁরা। আর ম্যাচ শেষ হতেই, যুবভারতীর সামনে ইএম বাইপাসের উপর চলে বিক্ষোভ। তাঁকে যদি ছাঁটাই করতে হয়, তা হলে কে এই ভাঙাচোরা দলের দায়িত্ব নেবেন?

সমর্থকদের পছন্দের কোচ কে?
একটা সময় ১২ বছরের ট্রফি খরা কাটিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। আর এবার তাঁকে নিয়েই স্বপ্নভঙ্গের যন্ত্রনা লাল-হলুদ ফ্যানদের। কার্লেসের পর, দায়িত্ব কে নেবেন? সমর্থকদের পছন্দ রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। কলকাতা লিগে দারুণ খেলছে লাল-হলুদ। জেসিন টিকেরা ট্রফি জয়ের দোরগোড়ায়। সেই কারণেই তাঁকে পছন্দ সমর্থকদের। পাশাপাশি দাবি উঠছে ইন্টার কাশি থেকে আন্তনিও লোপেজ হাবাসকে দায়িত্ব দেওয়ার। সমর্থকদের পছন্দের তালিকায় রয়েছেন সঞ্জয় সেনও। 

কেন ছাঁটাই হচ্ছেন না কুয়াদ্রাত?
কুয়াদ্রাতের সঙ্গে আরও চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের। এখনই তাঁকে ছাঁটাই করতে হলে বিরাট অঙ্কের টাকা কুয়াদ্রাতকে দিতে হবে। তার উপর আনোয়ার আলি ইস্যুতে বিরাট অঙ্কের আর্থিক জরিমানা দিতে হতে পারে ইস্টবেঙ্গলকে। ফলে এত টাকা দেওয়া সত্যি কঠিন হবে লাল-হলুদ ক্লাবের পক্ষে। সেই কারণেই কুয়াদ্রাত নিজে থেকে না ছাড়লে ইস্টবেঙ্গল কোচের পোঁদ থেকে তাঁকে সরানো ইস্টবেঙ্গলের পক্ষে অন্তত সম্ভব নয়। 

নয়া সিজনের শুরুতেই দল হেরে বসেছে মোট পাঁচটি ম্যাচ। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের পাশাপাশি যার মধ্যে রয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের কোয়ালিফায়ার সহ আইএসএলের প্রথম তিনটি ম্যাচ। গত বছর ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইনকে বিদায় জানানোর পর এই স্প্যানিশ কোচের হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ সমর্থকরা। সেবার ডুরান্ড কাপের ফাইনাল হারতে হলেও দলের লড়াই মন জিতে নিয়েছিল সকলের। ওই মরসুমের আইএসএলে ও খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা দলের। তবে কলিঙ্গ সুপার জয়ের মধ্য দিয়ে সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন এই স্প্যানিশ কোচ। নতুন সিজনে তাঁকে নিয়ে যে বাড়তি প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক। শেষ মরসুমে দলের হাতে পর্যাপ্ত ফুটবলার না থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই অন্যরকম।    
    

Advertisement
Read more!
Advertisement
Advertisement