Advertisement

East Bengal Salman Khan Show: ইস্টবেঙ্গলে সলমনের মেগা শো-এর টিকিট কেটেছেন, দুর্যোগে ভেস্তে গেলে কী ব্যবস্থা?

East Bengal, DaBangg Tour Reloaded 2023: ইস্টবেঙ্গলে সলমন নাইট। আর তাঁকে কেন্দ্র করেই, এইমুহূর্তে লাল হলুদ তাঁবুতে সাজো সাজো রব। সেইসঙ্গে, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha)। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি শো বাতিল হয়, তাহলে কী ব্যবস্থা? জেনে নিন...

ইস্টবেঙ্গলে সলমন নাইট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2023,
  • अपडेटेड 3:08 PM IST
  • ইস্টবেঙ্গলে সলমন নাইট।
  • আর তাঁকে কেন্দ্র করেই, এইমুহূর্তে লাল হলুদ তাঁবুতে সাজো সাজো রব।
  • সেইসঙ্গে, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha)।

East Bengal, DaBangg Tour Reloaded 2023: ইস্টবেঙ্গলে সলমন নাইট। আর তাঁকে কেন্দ্র করেই, এইমুহূর্তে লাল হলুদ তাঁবুতে সাজো সাজো রব। এই ইভেন্টে যেতে গেলে টিকিট কোথা থেকে এবং কীভাবে পাওয়া যাবে, সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন। সেইসঙ্গে, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha)। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি শো বাতিল হয়, তাহলে কিন্তু বিকল্প ব্যাবস্থাও থাকছে সংগঠকদের পক্ষ থেকে। অর্থাৎ, শো বাতিল হলেও, চিন্তা নেই দর্শকদের।    

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের (East Bengal) শতবার্ষিকী উপলক্ষ্যে এর আগেও একবার সলমন খানকে আনার পরিকল্পনা করেন ক্লাব কর্তারা। কিন্তু করোনা অতিমারির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আর কোনও সমস্যা নেই। তাই আগামীকাল, অর্থাৎ ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। তবে শুধু বলিউড সুপারস্টার সলমন খানই নন, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকা। গতকালই জ্যাকলিন ফার্নান্ডেজ কলকাতা এসে পৌঁছেছেন। বাকি তারকাদেরও আজকেই কলকাতায় চলে আসার কথা। 

আরও পড়ুন: সলমন শোয়ের দু'দিন আগেই শহরে জ্যাকলিন

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘হোয়াটস ইন দ্য নেম’ এই গোটা শো-টি আয়োজনের দায়িত্বে রয়েছে। আর এই শোয়ের টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। অর্থাৎ, ইস্টবেঙ্গল ক্লাব এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে এই শো-টি আয়োজিত হতে চলেছে। কিন্তু ইতিমধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘মোকা’। তবে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই গ্র্যান্ড শো বাতিল হয়ে গেলেও, থাকছে বিকল্প ব্যাবস্থা। যদি এই শো কোনও কারণে ক্যান্সেল করতে হয়, তাহলেও দর্শকদের কোনও চিন্তা নেই। সেক্ষেত্রে পরবর্তী অন্য আরেকটি তারিখে এই শো-টিকে রিশিডিউল করা হবে। যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলছেন, তারা সেই টিকিতেই আবার শো-টি দেখতে পাবেন। যদিও কর্তারা আশাবাদী যে, এইধরণের কোনও ঘটনা ঘটবে না। 

Advertisement

কীভাবে টিকিট কাটবেন? 
সবার প্রথমে আপনাকে গুগল প্লে-স্টোর (Google Play Store) থেকে পেটিএম ইনসাইডার (Paytm Insider) অ্যাপ্লিকেশনটি ইন্স্টল করতে হবে। তারপর শো-টি সিলেক্ট করে, ‘বাই নাউ’ (Buy Now) অপশনে ক্লিক করলেই খুলে যাবে টিকিট কাটার উইন্ডো। মোট চারটি লাউঞ্জ থাকছে। ডায়মন্ড লাউঞ্জ, প্লাটিনাম লাউঞ্জ, গোল্ড লাউঞ্জ এবং সিলভার লাউঞ্জ। এছাড়াও পিডব্লিউডি গ্যালারিতেও বসতে পারবেন দর্শকরা।  

টিকিটের দাম কত?
•    দাবাং জোনঃ- ৬০,০০০ টাকা। 
•    রেডি জোনঃ- ১২,০০০ টাকা। 
•    ওয়ান্টেড জোনঃ- ৬০০০ টাকা। 
•    টাইগার জোনঃ- এটির রয়েছে দুটি ভাগ। ফেজ ১-এর দাম ২,২৫০ টাকা এবং গ্রুপ অফ থ্রি-এর দাম ৪,০০০ টাকা। 
•    ভাইজান জোনঃ- এই জোনের একটি অংশের টিকিট সব শেষ। অন্য দুটি অংশের টিকিটের দাম যথাক্রমে ১,৫০০ টাকা এবং ৩,০০০ টাকা। 
•    সুলতান জোনঃ- ৪,০০০ টাকা।
•    কিক জোনঃ- ২,৫০০ টাকা। 
•    পূর্ব দিকের পিডব্লিউডি গ্যালারিঃ- ১,২৫০ টাকা। 
•    আর্লি বার্ড পিডব্লিউডি গ্যালারিঃ- ৬৯৯ টাকা। 
•    গ্রুপ অফ থ্রি, পিডব্লিউডি গ্যালারিঃ- ১,৫০০ টাকা।  
•    প্লাটিনাম লাউঞ্জ ১-এর টিকিটের দাম ৩ লাখ টাকা। অন্যদিকে লাউঞ্জ ২-এর টিকিটের দাম রয়েছে যথাক্রমে ১ লক্ষ এবং ২ লক্ষ টাকা করে। 

মূলত, এটি একটি তিন ঘণ্টার ড্যান্স-মিউজিক্যাল শো। তবে ইস্টবেঙ্গলের সদস্য এবং সমর্থকরা মেম্বারশিপ কার্ড দেখালে, যে কোনও দামের টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement