কয়েকদিন আগে মোহনবাগান ক্লাবের জন্মদিন গেল| সোমবার সেরকমই ছিল ইস্টবেঙ্গল দিবস,আর এই দিনেই এলো খুশির খবর। আইএসএলে নিজের নামেই খেলবে ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে, আইএসএলে নিজের নামেই খেলবে ইস্টবেঙ্গল।
সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে হাজির ছিলেন ইমামির দুই কর্তা আদিত্য আগরওয়াল ও মণীশ গোয়েঙ্কা। আগামিকাল অর্থাৎ ২ অগস্ট ইমামি ও ইস্টবেঙ্গল নতুন চুক্তিতে সই করবে।
জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল ডের পরের দিনই চুক্তি হচ্ছে ইমামি ও ইস্টবেঙ্গলের। লাল-হলুদের ১০৩ বছরের জন্মদিনে এসে তাই নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন ইমামি কর্তারা। প্রতিশ্রুতি দিলেন, ভাল দল গড়ার। সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এল ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার সন্ধ্যায় লাল-হলুদ জনতার মন কেড়ে নিলেন আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। তাঁরা মঞ্চে উঠতেই ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল চিৎকারে কেঁপে উঠল গোটা এলাকা।
তাঁদের সংবর্ধিত করলেন ক্লাব কর্তারা। পরান হল উত্তরীয়, দেওয়া হল একটি গাছ। আদিত্য বলেন, 'নমস্কার ইমামি ইস্টবেঙ্গল এর শুভেচ্ছা।' সমবেত জনতার চিৎকার আরও বাড়ল। কিছুটা সময় নিয়ে ফের বললেন, ''উত্তরীয় দেখিয়ে বললেন, এটা আমাদের গর্ব যে এই মঞ্চে আমরা দাঁড়াতে পেরেছি। অনেক উৎকণ্ঠা ছিল সকলের মনে। শুধু বলব, আমাদের পাশে থাকবেন ধৈর্য রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে ট্রফি হাতে নিয়ে। আমরা ভাল দল গড়ব।''