Advertisement

East Bengal : চাই ভাল গোলকিপার, কাকে ছিনিয়ে আনতে চাইছে লাল হলুদ?

একসময় শোনা যাচ্ছিল, ওড়িশা এফসির (Odisha FC) গোলরক্ষক অমরিন্দর সিংকে (Amrinder Singh) দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে নাম উঠে আসে ধীরাজ সিং-এরও (Dheeraj Singh)। কিন্তু চূড়ান্তভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। মূলত, লাল হলুদ টিম ম্যানেজমেন্ট তিন কাঠির নিচে একজন দক্ষ গোলরক্ষককে দায়িত্ব দিতে চাইছে। আর সেই জায়গায় দাঁড়িয়েই, এবার ভালোমানের গোলকিপারদের দিকে নজর কর্তাদের। 

মহম্মদ নওয়াজকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2023,
  • अपडेटेड 1:43 PM IST
  • ভাল গোলকিপার চাইছে ইস্টবেঙ্গল
  • নাম উঠে আসছে মহম্মদ নওয়াজের
  • আগ্রহী লাল হলুদ টিম ম্যানেজমেন্ট

দলবদলের বাজারে প্রায় প্রতিদিনই বিভিন্ন নাম সামনে আসছে। কোচ কার্লোস কুয়াদ্রাতকে (Carles Cuadrat) চূড়ান্ত করে ফেলার পরেই, এবার দলগঠনে ভীষণভাবেই জোর দিয়েছেন কর্তারা। 

সেই জায়গায় দাঁড়িয়েই, তিন কাঠির নিচে নির্ভরযোগ্য গোলরক্ষকের খোঁজে লাল হলুদ। গত বেশ কয়েকটি মরশুম ধরে, গোলকিপারের (Goalkeeper) পজিশনটিতে বেশ নড়বড়ে লেগেছে তাঁদের। এমনকি, গোলরক্ষকের ভুলে খেতে হয়েছে গোলও। তাই এবার নির্ভরযোগ্য সেফ হ্যান্ডসের খোঁজে ইস্টবেঙ্গল (East Bengal)।  

একসময় শোনা যাচ্ছিল, ওড়িশা এফসির (Odisha FC) গোলরক্ষক অমরিন্দর সিংকে (Amrinder Singh) দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে নাম উঠে আসে ধীরাজ সিং-এরও (Dheeraj Singh)। কিন্তু চূড়ান্তভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। মূলত, লাল হলুদ টিম ম্যানেজমেন্ট তিন কাঠির নিচে একজন দক্ষ গোলরক্ষককে দায়িত্ব দিতে চাইছে। আর সেই জায়গায় দাঁড়িয়েই, এবার ভালোমানের গোলকিপারদের দিকে নজর কর্তাদের। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, মুম্বই সিটি এফসির (Mumbai City FC) গোলকিপার মহম্মদ নওয়াজকে (Mohamad Nawaz) দলে নিতে আগ্রহী লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। তাঁর ফুটবল জীবন শুরু হয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) এলিট অ্যাকাডেমি থেকে। তারপর তিনি যোগ দেন এফসি গোয়া (FC Goa) দলে। গোয়াতে সিনিয়র দল ছাড়াও, দ্বিতীয় দলের হয়েও খেলেন তিনি। অন্যদিকে, অনূর্ধ্ব-১৭ ভারতীয় ফুটবল দলের (U-17 Indian National Football Team) হয়েও খেলেছেন এই তরুণ গোলরক্ষক। প্রসঙ্গত ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মরশুমে, এফসি গোয়া দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন এই নওয়াজ। শোনা যাচ্ছে, ২৩ বছর বয়সী এই গোলরক্ষককে সই করাতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)।

এফসি গোয়া পর্ব শেষ করে, ২০২১ সালে তিনি যোগ দেন মুম্বই সিটি এফসিতে। গোলকিপার হিসেবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) দলেও সুযোগ পান তিনি। আইএসএলের (ISL) মঞ্চে এখনও পর্যন্ত খেলেছেন ৬০টি ম্যাচ। ইতিমধ্যেই ১৩৫টি সেভ ছাড়াও, পাসিং অ্যাকিউরেসি ৭৪.২%। সেইসঙ্গে, তাঁর নামের পাশে রয়েছে ১৫টি ক্লিনশিট। সবমিলিয়ে তরুণ এবং যথেষ্ট প্রতিভাবান গোলকিপার এই মহম্মদ নওয়াজ। ফলে তাঁকে দলে নিতে পারলে নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডের যে শক্তিবৃদ্ধি হবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

Advertisement

আরও পড়ুন - নিয়মিত মেনুতে মাছ? অযথা নিজের বিপদ বাড়াচ্ছেন


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement