Advertisement

East Bengal: দেশে ফিরলেন তালাল, চোট না পারিবারিক সমস্যা? চিন্তায় ইস্টবেঙ্গল

মরসুমের প্রথম টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফলে বেশ চাপে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবলাররা। গত বছর যে ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনালে উঠেছিল লাল-হলুদ শিবির, সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শিলং লাজং-এর (Shillong Lajong) কাছে হার এখনও মেনে নিতে পারছেন না তারা। সেই কারণেই আইএসএল (ISL) শুরুর আগে ঘন্টা দুয়েকের অনুশীলনে নিজেদের নিংড়ে দিচ্ছেন ফুটবলাররা। তবে চোট সমস্যা কাটিয়ে ওঠা যাচ্ছে না এখনও। সে তালিকায় এবার নতুন সংযোজন মাদি তালাল (Madih Talal)। 

Madih TalalMadih Talal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2024,
  • अपडेटेड 12:17 PM IST

মরসুমের প্রথম টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফলে বেশ চাপে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবলাররা। গত বছর যে ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনালে উঠেছিল লাল-হলুদ শিবির, সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শিলং লাজং-এর (Shillong Lajong) কাছে হার এখনও মেনে নিতে পারছেন না তারা। সেই কারণেই আইএসএল (ISL) শুরুর আগে ঘন্টা দুয়েকের অনুশীলনে নিজেদের নিংড়ে দিচ্ছেন ফুটবলাররা। তবে চোট সমস্যা কাটিয়ে ওঠা যাচ্ছে না এখনও। সে তালিকায় এবার নতুন সংযোজন মাদি তালাল (Madih Talal)। 

দেশে ফিরেছেন তালাল
এ মরসুমেই ফরাসি এই মিডফিল্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপেও তাঁর ফর্ম নিয়ে বেশ খুশি ছিলেন ইস্টবেঙ্গল জনতা (East Bengal Fans)। তবে শেষ দুইদিন তাঁর অনুশীলনে না আসা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। জানা গেল তিনি দেশে ফিরেছেন। তবে চোট না কি পারিবারিক কারণে তাঁকে ফ্রান্সে ফেরত যেতে হয়েছে, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি দলের পক্ষ থেকে। কবে তিনি ফিরবেন? সেই প্রশ্নের উত্তরও অধরাই থেকে গিয়েছে। 

অনুশীলনে নেই ক্রেসপোও
শুক্রবারের অনুশীলনে দেখা যায়নি দলের মাঝমাঠেআরও এক স্তম্ভ সল ক্রেসপোকে। জানা গিয়েছে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তাঁর বিশ্রামের কারণ কি চোট নাকি অন্যকিছু তা জানানো হয়নি। জ্বরের জন্য ছিলেন না ডিফেন্ডার লালচুংনুঙ্গাও। অনুশীলন করেননি দিমিত্রিয়স ডিমানটাকোসও। যদিও শুক্রবার অনুশীলন থেকে বেরনোর সময় জানিয়ে গেলেন, 'আইএসএলের প্রথম ম্যাচেই আমি গোল করতে মরিয়া।' ফলে এখনও চোট সমস্যাতেই ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। 

ফিট হ্যেছেন ক্লেইটন, ইয়ুস্তেরা    
সম্পূর্ণ ফিট হয়ে অনুশীলন করছেন আনোয়ার, ইয়ুস্তে, ক্রেইটন। ক্রেইটন বলে গেলেন, 'অনেকদিন পর সম্পূর্ণ ফিট হয়ে অনুশীলন করছি। আইএসএলের প্রথম ম্যাচ থেকে নিজের সেরাটা দিতে পারব।'  চোটের প্রশ্নে কোচ কার্লেস কুয়াদ্রাত শুধু জানালেন, 'প্রত্যেকের অনুশীলনে না থাকার পেছনে কিছু কারণ রয়েছে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement