Advertisement

East Bengal: ডার্বিতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের নাওরেম-ক্রেসপো, নর্থইস্ট ম্যাচে খেলবেন?

শনিবারের ডার্বিতে (Kolkata Derby) চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলের (East Bengal) নাওরেম মহেশ সিং-কে (Naorem Mahesh Singh)। হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। মহেশ ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। ফলে তিনি চোট পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন লাল-হলুদ সমর্থকরা।

নাওরেম মহেশ সিং ও সউল ক্রেসপো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2024,
  • अपडेटेड 5:20 PM IST

শনিবারের ডার্বিতে (Kolkata Derby) চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলের (East Bengal) নাওরেম মহেশ সিং-কে (Naorem Mahesh Singh)। হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। মহেশ ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। ফলে তিনি চোট পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন লাল-হলুদ সমর্থকরা।

ফিট মহেশ
শুধু তাই নয়, ম্যাচ শেষ হওয়ার পর কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) যখন বলেন, 'আমি ওকে ড্রেসিংরুমে দেখিনি।' তখন আরও উদ্বেগ বাড়ে। তবে সূত্রের খবর, নাওরেম মহেশ সুস্থই রয়েছেন। তিনি এরপর নর্থইস্ট ম্যাচেও খেলতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ ফিট তিনি। এবারের আইএসএল-এ ধীরে ধীরে ছন্দে ফিরছে লাল-হলুদ। ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল দুই বার এগিয়ে গেলেও ম্যাচ ড্র হয়ে যায়। গোটা ম্যাচেই মহেশকে অনেক বার মোহনবাগান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে। তবে শেষদিকে যেভাবে তাঁকে চোট পেতে হয় তাতে তিনি পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়েও এখনই কিছু বলা যাচ্ছে না। ম্যাচে ব্যস্ত থাকায় খেলার শেষেও কুয়াদ্রাত নিশ্চিত করে বলতে পারলেন না লাল-হলুদের তারকা ফুটবলারের ঠিক কি অবস্থা। কুয়াদ্রাত বলেন, 'শুনেছি ম্যাচ চলাকালীনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ড্রেসিংরুমে দেখলাম না। জানি না এখন কী অবস্থা।' 

চোট পেয়েছেন ক্রেসপোও
শুধু নাওরেম নন ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের আরও এক তারকা সউল ক্রেসপোও চোট পেয়েছেন। ইস্টবেঙ্গলের আক্রমণ চলাকালীন মোহনবাগানের আনোয়ার আলির সঙ্গে ডুয়েল হয় ক্রেসপোর। ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ারকে কাটিয়ে বেরিয়ে যেতেই হ্যামস্ট্রিং পুল হয় মোহনবাগান ডিফেন্ডারের। আর সেই আক্রমণ শেষ করতে গিয়েই চোট পান ইস্টবেঙ্গলের ক্রেসপো। তবে সূত্রের খবর রবিবার সুস্থ আছেন ক্রেসপোও। দুই ফুটবলারকেই পরিবর্তন করার সিদ্ধান্ত নেন দুই কোচ। ক্রেসপোর জায়গায় খেলতে নেমে বেশ নজর কাড়েন বাঙালি সায়ন বন্দোপাধ্যায়। কিয়ান নাসিরিকে প্রায় নড়তে দেননি। বাধ্য হয়েই কিয়ানের জায়গায় মনবীরকে নামাতে হয় মোহনবাগান কোচ হাবাসকে। 

Advertisement

এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ কবে?
শনিবার ইস্টবেঙ্গল পরের ম্যাচ খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। গুয়াহাটিতে খেলতে যাবে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ফের কঠিন চ্যালেঞ্জ ক্লেইটন সিলভাদের সামনে। সেদিন লাল-হলুদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। ঘরের মাঠে সেই ম্যাচ খেলবে কার্লেস কুয়াদ্রাতের দল। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিতে পারলে ভাল জায়গায় পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement