Advertisement

East Bengal: I League-এর ম্যাচ খেলতে খেলতেই মাথায় গুরুতর চোট ইস্টবেঙ্গল ফুটবলারের

তীব্র গরম, আর তারমধ্যেই চলছে আই লিগের (I League) দ্বিতীয় ডিভিশনের ম্যাচ। সেই ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) অনুষ্ঠিত সেই ম্যাচে গুরুতর আহত হলেন ইস্টবেঙ্গল ফুটবলার নিরঞ্জন মন্ডল (Niranjan Modan)। নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আই লিগের দ্বিতীয় ডিভিশনে ইস্টবেঙ্গল দলের অধিনায়কত্ব করছেন নিরঞ্জন। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল।

গুরুতর আহত নিরঞ্জনগুরুতর আহত নিরঞ্জন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2023,
  • अपडेटेड 7:00 PM IST
  • আহত হয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল ফুটবলার
  • I League-এর ম্যাচ খেলতে খেলতেই মাথায় গুরুতর চোট

তীব্র গরম, আর তারমধ্যেই চলছে আই লিগের (I League) দ্বিতীয় ডিভিশনের ম্যাচ। সেই ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) অনুষ্ঠিত সেই ম্যাচে গুরুতর আহত হলেন ইস্টবেঙ্গল ফুটবলার নিরঞ্জন মন্ডল (Niranjan Modan)। নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আই লিগের দ্বিতীয় ডিভিশনে ইস্টবেঙ্গল দলের অধিনায়কত্ব করছেন নিরঞ্জন। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল।

চোট পেয়ে মাঠ ছাড়েন নিরঞ্জন। তাঁর শারীরিক অবস্থার কথা জানতে bangla.aajtak.in-এর পক্ষ থেকে ফোন করা হয় তাঁর দাদা হীরা মন্ডলকে (Hira Mondal)। ফোনে হীরা বলেন, 'ওর সেলাই হচ্ছে। আমিও মাঠে ছিলাম না। তবে খবর, নাক ফেটে গিয়েছে। ও বাড়ি ফিরলে পুরোটা জানতে পারব।' ইউনাইটেডের এক ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে চোট পান ইস্টবেঙ্গলের তরুণ প্রতিভাবান ফুটবলার। কী ভাবে চোট লাগল নিরঞ্জনের? হীরা বলেন, 'হেডে উঠতে গিয়েছিল ও। কনুই রেখে দিয়েছিলেন ইউনাইটেড ফুটবলার। সেই কনুইতে লেগেই নাক ফেটে যায় নিরঞ্জনের।' স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিরঞ্জনকে।

আরও পড়ুন

আইএসএল-এর (ISL) পর আই লিগেও হারল ইস্টবেঙ্গল। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জিতেন মুর্মুর (Jiten Murmu) গোলে ০-১ ব্যবধানে ম্যাচ হারে ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জিতেন। দীর্ঘদিন ইউনাইটেড স্পোর্টসের দলে রয়েছেন জিতেন। এ দিন দারুণ গোল করেন ইউনাইটেডের তারকা স্ট্রাইকার। কলকাতা ময়দানে দীর্ঘদিন দাপিয়ে খেলা এই ফুটবলার আরও একবার নিজের জাত চেনালেন। 

২৩ এপ্রিল নৈহাটি স্টেডিয়ামে পরের ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ বালাঘাটের ডায়মন্ড রক ফুটবল ক্লাব। দ্রুত দলের সমস্যা কাটিয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশনে নিজেদের প্রমাণ করতে মরিয়া ইস্টবেঙ্গল। সাফল্যের রাস্তায় ফিরে আসতে পারবে লাল-হলুদ সেটাই এখন প্রশ্ন।   

Read more!
Advertisement
Advertisement