Advertisement

East Bengal Transfer Update: ট্রান্সফার মার্কেটে ঝড় তুলছে ইস্টবেঙ্গল, ফিরছেন তারকা ফুটবলার?

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে নিজের পুরোনো ক্লাবে ফিরছেন মেহেতাব সিং (Mehetab Singh)? লাল-হলুদ (East Bengal) কর্তারা কিন্তু তাঁকে দলে নিতে বেশ আগ্রহী। তবে তাঁর সঙ্গে এই বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেহেতাবের। ফলে তাঁর সঙ্গে চুক্তি করতে হলে কোনও ট্রান্সফার ফি দিতে হবে না লাল-হলুদ (Red and Gold) ক্লাবকে।

ইস্টবেঙ্গল দলইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2023,
  • अपडेटेड 1:10 PM IST
  • তারকা ফুটবলার আসছেন ইস্টবেঙ্গলে
  • ট্রান্সফার মার্কেটে জোর লড়াই

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে নিজের পুরোনো ক্লাবে ফিরছেন মেহেতাব সিং (Mehetab Singh)? লাল-হলুদ (East Bengal) কর্তারা কিন্তু তাঁকে দলে নিতে বেশ আগ্রহী। তবে তাঁর সঙ্গে এই বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেহেতাবের। ফলে তাঁর সঙ্গে চুক্তি করতে হলে কোনও ট্রান্সফার ফি দিতে হবে না লাল-হলুদ (Red and Gold) ক্লাবকে।

ইস্টবেঙ্গলেই কেরিয়ার শুরু করেন মেহেতাব 
মেহেতাবের ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ইস্টবেঙ্গলেই। লাল-হলুদের অনুর্দ্ধ-১৮ দল থেকেই উঠে এসেছেন তারকা ডিফেন্ডার। এরপর ২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে। ২০২০-২১ মরশুম থেকেই মুম্বই সিটি এফসি দলে সই করেছিলেন মেহেতাব। তবে এবার আসতে পারেন ইস্টবেঙ্গলে। শোনা যাচ্ছে, বেশকিছু তারকা ফুটবলরের সঙ্গে যোগাযোগ করছেন ইস্টবেঙ্গল কর্তারা। দল নতুনভাবে সাজিয়ে সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল।

আরও পড়ুন

বাজেট বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
আর সেই জন্যই, বাজেটের বাইরে গিয়েও ফুটবলারদের সই করাতে দ্বিধা করবেন না কর্তারা। কোচ সের্জিও লোবেরার (Sergio Lobera) সঙ্গেও অনেকে টাকায় চুক্তি করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। মেহেতাব শুধু নয়, মন্দার রাও দেশাইয়ের (Mandar Rao Dessai) মতো বহু হাইপ্রোফাইল তারকার সঙ্গেও কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল।

ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে, হুগো বুমোস (Hugo Boumous) কে নাকি উইশ লিস্টে রাখা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। কিন্তু তিনি আসবেন কিনা সেই বিষয়ে এখনো কোনও ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, মোহনবাগান (Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে হুগোর। আইএসএল (ISL 2023) ফাইনালের পর এই ফাটল সামনে চলে আসে। তবে তিনি ইস্টবেঙ্গলে আসছেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। বুমোসকে দলে নিতে হলে, মোটা অঙ্কের টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে। তা কি দিতে চাইবেন ইস্টবেঙ্গল কর্তারা? সেটাই এখন বড় প্রশ্ন। তবে ট্রান্সফার মার্কেটে ঝড় তুলতে তৈরি হচ্ছে লাল-হলুদ ক্লাব। তবে তার আগে কোচ লোবেরার সঙ্গে চুক্তি করতে হবে ইস্টবেঙ্গলকে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement