Advertisement

East Bengal: প্লে অফে যেতে পারবে ইস্টবেঙ্গল? গোয়ার কাছে হারের পর অঙ্ক যা দাঁড়াল

ISL-এ আবার হারল ইস্টবেঙ্গল (East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে হারের পর প্লে অফে যাওয়ার আশা আরও কমে গেল লাল-হলুদের। তবে এখনও আশাবাদী লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। ডার্বির আগে দলকে চাঙ্গা করতেই কি এখনও সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি? নাকি সত্যিই এখনও সুযোগ রয়েছে তাঁর দলের?

সৌভিক চক্রবর্তী ও নন্দাকুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2024,
  • अपडेटेड 1:51 PM IST
  • প্লে অফের অঙ্ক কঠিন ইস্টবেঙ্গলের
  • ডার্বির আগে বিরাট চাপে লাল-হলুদ

ISL-এ আবার হারল ইস্টবেঙ্গল (East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে হারের পর প্লে অফে যাওয়ার আশা আরও কমে গেল লাল-হলুদের। তবে এখনও আশাবাদী লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। ডার্বির আগে দলকে চাঙ্গা করতেই কি এখনও সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি? নাকি সত্যিই এখনও সুযোগ রয়েছে তাঁর দলের?

কোথায় রয়েছে ইস্টবেঙ্গল?
লাল হলুদকে সুপার সিক্সে যেতে গেল শুধু নিজেদের বাকি ম্যাচগুলো জিতলেই হবে না। বেঙ্গালুরু, জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেডকে পয়েন্ট নষ্ট করতে হবে। কারণ, এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। সম সংখ্যাক ম্যাচ খেলে ২০ পয়েন্ট জামশেদপুর এফসির। বেঙ্গালুরু ১৮টা ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। এফসি গোয়ার এই ম্যাচটা লাল হলুদ জিতলে টপকে যেতে পারত বেঙ্গালুরুকে। ফলে ষষ্ঠ স্থানে জায়গা করতে পারত কার্লেস কুয়াদ্রাতের দল। ১৮ পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল। ডার্বি সহ চারটে ম্যাচ জিততে পারলে তারা পৌঁছে যাবে ৩০ পয়েন্টে। এফসি গোয়া ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ জানিয়েছিলেন তাদের লক্ষ্য আরও ১৫ পয়েন্ট। অর্থাৎ সব ম্যাচ জিততে হবে। এফসি গোয়ার বিরুদ্ধে হার সেই আশায় জল ধেলেছে। ফল এখন অনেক অঙ্ক ইস্টবেঙ্গলের সামনে। 

আইএসএল পয়েন্ট টেবিল

আরও বেশি খেতে পারত ইস্টবেঙ্গল

এফসি গোয়ার বিরুদ্ধে আরও বড় ব্যবধানে হারতে পারত ইস্টবেঙ্গল। গোল করা নোয়া সাদোই ম্যাচের শুরুতেই বেশকিছু সুযোগ নষ্ট করেন। গোয়ার ডিফেন্সের উপর চাপই তৈরি করতে পারেনি লাল-হলুদ। মোট ২৬টা শট নিয়েছে গোয়া ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে। সেখানে কুয়াদ্রাতের দলের শটের সংখ্যা ১২। তিনকাঠির মধ্যে ছিল ১টা মাত্র শট। এভাবে আইএসএল-এর ম্যাচ কি জেতা যায়? এরপর আবার ডার্বি। আইএসএল-এর প্রথম ডার্বি ২-২ গোলে ড্র হলেও, মোহনবাগান এখন অনেক গোছান। লাল-হলুদের ফাঁকফোকর ইতিমধ্যেই নোট করে নিয়েছেন আন্তনিও লোপেজ হাবাস, রবিবারের ম্যাচে সেই ফাঁকা জায়গা গুলোই কাজে লাগাতে চাইবেন আইএসএল-এর ১০ বছরের সবচেয়ে সফল কোচ।   

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement