Advertisement

East Bengal VS Mumbai City FC: মুম্বইয়ের বিরুদ্ধেও হার ইস্টবেঙ্গলের, ১০ নম্বরেই লাল-হলুদ

নর্থইস্টের পর মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও হারতে হল ইস্টবেঙ্গলকে। গুরুচেনার গোলে ফের হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ঘরের মাঠে শুরু থেকেই মুম্বইয়ের বিরুদ্ধে কিছুটা চাপে থেকেই শুরু করেছিল ইস্টবেঙ্গল। ফেলিসিও ব্রাউন গত ম্যাচে গোল পেলেও এদিন আশা জাগাতে পারলেন না। ম্যাচের শেষদিকে সুযোগ পেলেও গোল করতে না পারার ফল ভুগতে হল লাল-হলুদকে।   

হেরে গেল ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2024,
  • अपडेटेड 9:52 PM IST

নর্থইস্টের পর মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও হারতে হল ইস্টবেঙ্গলকে। গুরুচেনার গোলে ফের হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ঘরের মাঠে শুরু থেকেই মুম্বইয়ের বিরুদ্ধে কিছুটা চাপে থেকেই শুরু করেছিল ইস্টবেঙ্গল। ফেলিসিও ব্রাউন গত ম্যাচে গোল পেলেও এদিন আশা জাগাতে পারলেন না। ম্যাচের শেষদিকে সুযোগ পেলেও গোল করতে না পারার ফল ভুগতে হল লাল-হলুদকে।   

ম্যাচের ২৪ মিনিটে নোগুয়েরা বলটি ইকারের কাছে পাঠান। প্রথমে তিনি ভেবেছিলেন অফসাইডের জালে পড়ে গিয়েছেন তিনি। তবে রেফারি পতাকা তোলেননি। ফলে সহজেই ফিনিশ করেন ইকার। পার্দো সুযোগ পেলেও বল ক্লিয়ার করতে পারেননি। প্রথমার্ধে একটাই সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাউন। দ্বিতীয়ার্ধেও মুম্বই শাসন করতে থাকে। তবে একেবারেই যে সুযোগ পায়নি ইস্টবেঙ্গল তা বলা যাবে না।

পরের দিকে লিওনেল মেসির সতীর্থ ভিক্টর ভালস্কেসকে নামানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ক্রোমাদের ডিফেন্সকে ভাঙতেই পারেনি ইস্টবেঙ্গল দল। উল্টে তিনি বেশ কয়েকটি সুযোগ পেলেও ভাল পাসই দিতে পারেননি। কলকাতার পরিবেশের সঙ্গে তিনি যে এখনও মানিয়ে উঠতে পারেননি তা স্পষ্ট হল আরও একবার। কার্লেস কুয়াদ্রাত এই ম্যাচে নামার আগে দলে ছয় পরিবতন করেছিলেন। তবে তাতেও গোল খাওয়া ঠেকানো গেল না। এটাই চিন্তায় রাখবে লাল-হলুদ কোচকে। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জিততে না পারলে আরও সমস্যায় পড়ে যাবে ইস্টবেঙ্গল। ফলে নতুন করে ভাবতে হবে কুয়াদ্রাতকে। 

হায়দরাবাদের বিরুদ্ধে ক্লেইটন ফিরলেও বাদ পড়তে হবে নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গাকে। তাঁদের দুইজনেরই চারটে করে হ্লুদ কার্ড হয়ে গিয়েছে। ফলে পরের ম্যাচে খেতে পারবেন না তাঁরা।   

এই জয়ের ফল চার নম্বরে উঠে এল মুম্বই। ১০ নম্বরেই থাকতে হল ইস্টবেঙ্গলকে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement